নজরে ভোট

শম্পার বাড়ীতে সায়ন্তিকা,চপ মুড়ির প্রাতরাশ আর আলিঙ্গনে অভিমান গলে জল। সায়ন্তিকার ঘোষণা শম্পা'দি কে নিয়ে টিম ইলেভেন সম্পুর্ন হল, এবার খেলা হবে।

বাঁকুড়ার ফুড আইকন চপ আর মুড়ি দিয়েই দুজনে সারেন প্রাতরাশ। তারই ফাঁকে সায়ন্তিকার আলিঙ্গনে শম্পার অভিমান গলে জল। তারা দুজনেই আর পিছন ফিরে তাকাতে চাননা। এখন দুজন মিলে বিজেপিকে খেলায় হারাতে ময়দানে নেমে পড়লেন।

শম্পার বাড়ীতে সায়ন্তিকা,চপ মুড়ির প্রাতরাশ আর আলিঙ্গনে অভিমান গলে জল। সায়ন্তিকার ঘোষণা শম্পাদি কে নিয়ে টিম ইলেভেন সম্পুর্ন হল, এবার খেলা হবে।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সায়ন্তিকার হয়ে দিন কয়েক আগেই নিজের এলাকায় প্রচারে নেমেছিলেন শম্পা দরিপা। বলেছিলেন ছাতনায় দিদির সাথে কথা বলে সব অভিমান বিসর্জন দিয়ে তিনি সায়ন্তিকাকে জেতানোকেই পাখির চোখ করতে চান। দলের অন্দরেই তখন,প্রশ্ন উঠেছিল সায়ন্তিকার সাথে শম্পা দেবীর দুরত্ব কি আদৌ ঘুচবে।


আজ সেই সব জল্পনায় জল ঢেলে দিয়ে শম্পা দেবীর বাড়ীতে হাজির হন সায়ন্তিকা। সায়ন্তিকাকে সাদরে বরণ করে নেন শম্পা দেবীর অনুগামীরাও। বাঁকুড়ার ফুড আইকন চপ আর মুড়ি দিয়েই দুজনে সারেন প্রাতরাশ। তারই ফাঁকে সায়ন্তিকার আলিঙ্গনে শম্পার অভিমান গলে জল। তারা দুজনেই আর পিছন ফিরে তাকাতে চাননা।

এখন দুজন মিলে বিজেপিকে খেলায় হারাতে ময়দানে নেমে পড়লেন। সায়ন্তিকার সাফ জবাব শম্পা দিকে সাথে পেয়ে আমাদের টিম ইলেভেন সম্পূর্ণ হল। এবার জমিয়ে খেলা হবে।একবার ফিরে দেখা যাক পট পরিবর্তনের কোলাজ। প্রার্থী পদে বাঁকুড়া বিধানসভায় শম্পা দেবীকে বাদ দিয়ে অভিনেত্রী সায়ন্তিকাকে বাঁকুড়া বিধানসভায় প্রার্থী করে তৃণমূল।


এর পরই তুমুল বিক্ষোভে ফেটে পড়েন শম্পার অনুগামীরা। তারা বহিরাগত তকমা দিয়ে সায়ন্তিকা গো ব্যাক ধ্বনি তোলেন। তার পর খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ছাতনার নির্বাচনী সভায় হাজির হন শম্পা দেবী। দিদির সাথে কথা হয়। অভিমান ভুলে সায়ন্তিকার হয়ে ভোট প্রচারেও নামেন তিনি। এবার সায়ন্তিকা শম্পা দেবীর বাড়ীতে এসে দুজনের মধ্যে দুরত্ব মিটিয়ে নিলেন এদিন।

পাশাপাশি,শম্পা দরিপাকে পাশে বসিয়ে বিজেপির জন্য তার ডাইলগের রিমিক্স ভার্সনও লঞ্চ করলেন এদিন।

👁️ দেখুন 🎦 ভিডিও। 👇





Next Story