বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের অয়ন কুন্ডু উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থান অর্জন করেছে, কম্পিউটার সায়েন্স নিয়ে আইআইটিতে পড়তে চায় সে।
পড়াশোনার পাশাপাশি, ক্রিকেট খেলতে ভালোবাসে অয়ন। তার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। টিউশনের পাশাপাশি অয়ন কোচিং ক্লাসেও প্রস্তুতি নিয়েছিল। তার ইচ্ছে আইআইটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার।

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্র অয়ন কুন্ডু এবার উচ্চ মাধ্যমিকে ৪৯২ নাম্বার পেয়ে মেধাতালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে। অয়নের মোট প্রাপ্ত নাম্বারের শতাংশের হার ৯৮.৪%। অয়নের দেশের বাড়ি ওন্দার একটি গ্রামে।পড়াশোনার জন্য বাঁকুড়া শহরের রামপুর মিশ্রপাড়ায় থাকে। বাবা অসিত বাবু হাই স্কুলের অঙ্কের শিক্ষক। তাই বাবার কাছেই অঙ্ক করত সে। পড়াশোনার পাশাপাশি, ক্রিকেট খেলতে ভালোবাসে সে। তার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। টিউশনের পাশাপাশি অয়ন কোচিং ক্লাসেও প্রস্তুতি নিয়েছিল। তার ইচ্ছে আইআইটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার।অয়নের মা চামেলী দেবী সব সময় ছেলের পাশে ছিলেন। ছোট থেকে ক্লাস সিক্স পর্যন্ত তিনি অয়নকে পড়িয়েছেন। অয়নের বাবা অংক শিক্ষক,তাই বাবার কাছেই অংক করত সে।
তবে, বাকি বিষয় গুলো স্কুলের ক্লাসে, টিউশনে ও কোচিং ক্লাসে পড়ত। অয়নের এই সাফল্যে বেজায় খুশী মা চামেলী দেবীও।বাঁকুড়া২৪x৭ এর পক্ষথেকে অয়নের জন্য রইল অনেক,অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇