ভারত বনধ : বাঁকুড়ায় বনধ সমর্থনকারীদের সাথে তৃণমূলের বাক বিতন্ডা চরমে,ডিএম অফিসের গেটে উত্তেজনা,এক নজরে দেখুন আজকের বনধ চিত্র।
বাঁকুড়ার ডিএম অফিসের গেটে জিলা পরিষদের কর্মাধক্ষ্য তথা বাঁকুড়া সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ সেনগুপ্তের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী সমর্থকেরা ডিএম অফিসের গেটে বনধ সমর্থনকারীদের পিকেটিং হটাতে গেলে অশান্তির সৃষ্টি হয়। উভয় পক্ষ বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও তাদের সহযোগীদের গঠিত ফোরামের ডাকা আজকের ৯ জুলাইয়ের সাধারণ ধর্মঘট বা ভারত বনধকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সাথে বনধ সমর্থনকারীদের বাক বিতন্ডার জেরে চরম উত্তেজনার সৃষ্টি হয় বাঁকুড়ার ডিএম অফিসের গেটে। জিলা পরিষদের কর্মাধক্ষ্য তথা বাঁকুড়া সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ সেনগুপ্তের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী সমর্থকেরা ডিএম অফিসের গেটে বনধ সমর্থনকারীদের পিকেটিং হটাতে গেলে অশান্তির সৃষ্টি হয়। উভয় পক্ষ বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। চরম উত্তেজনা ছড়ায় ডিএম অফিস চত্ত্বরে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সক্রিয় হয়ে ওঠে। অল্প কিছুক্ষন পরে যদিও পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, বন্ধ সমর্থনকারিদের মিছিলের পালটা মোকাবিলায় টোটোতে মাইক বেঁধে বনধ ব্যার্থ করার ডাক দিয়ে পথে নামে তৃণমূল। ফলে শহরে চড়তে থাকে রাজনৈতিক উত্তেজনার পারদ। তবে পুলিশের সক্রিয়তায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি। বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় বনধের সমর্থনে মিছিল করেন শ্রমিক,কৃষক ও মেহমতী মানুষজন। শ্রমিক নেতা প্রতীপ মুখার্জি বলেন,শ্রম কোড বাতিল সহ মোট ১৭ দফা দাবিতে আজ সারা দেশ জুড়ে সাধারণ ধর্মঘট পালিত হচ্ছে। বাঁকুড়াতেও সকাল থেকে প্রচুর মানুষ ধর্মঘটের পক্ষে রাস্তায় নেমেছেন৷এদিন,বাঁকুড়া জেলার পাশাপাশি শহর বাঁকুড়াতেও জনজীবন ছিল স্বাভাবিক। মোটের ওপর বনধ চলছে শান্তিপূর্ণ। স্কুল,কলেজ,অফিসে হাজিরার হারও ছিল স্বাভাবিক।
তবে এদিন পর্যাপ্ত বাস চলাচল না করায় সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা। জেলা প্রশাসন সুত্রে জানা গেছে এখনও বনধ চলছে শান্তিপূর্ণ ভাবে।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇