শহর বাঁকুড়া

স্ত্রীকে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বাঁকুড়া জেলা আদালতের।

সরকারি আইনজীবী অরুণ কুমার চট্টোপাধ্যায় জানান, বিচারক আনন্দ বাউরীকে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি, ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। অনাদায়ে আরও ৬ মাস অতিরিক্ত কারাবাস করতে হবে আনন্দ কে।

স্ত্রীকে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বাঁকুড়া জেলা আদালতের।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : প্রায় বছর পাঁচেক বিচার চলার পর অবশেষে স্ত্রীকে গলায় লাইলনের দড়ির ফাঁস লাগিয়ে খুন করার দায়ে যাবজ্জীবন সাজায় দন্ডিত হলেন স্বামী। ২০২০ সালের ২৪ শে মে বাঁকুড়া জেলার বেলিয়াতোড় থানার রামকানালী গ্রামে নিজের বাড়িতেই স্ত্রী বৈশাখী বাউরীকে খুন করেন স্বামী আনন্দ বাউরী।আদালত সুত্রে জানা গেছে,প্রায় বছর ১৩ আগে বাঁকুড়ার মেজিয়া থানার মুকুন্দপুর গ্রামের বাসিন্দা বৈশাখী বাউরীর সাথে আনন্দের বিয়ে হয়। তাদের একটি ছেলে ও মেয়ে আছে।বিয়ের পর থেকেই মদ্যপ অবস্থায় আনন্দ স্ত্রীর ওপর অত্যাচার করত।একাধিক বার তা মিটমাট করে দেওয়ার পরেও আনন্দের অত্যাচার চলতেই থাকে। বৈশাখীর বাপের বাড়ীর লোকজন জানতে পারে বৈশাখী কে অসুস্থ অবস্থায় বেলিয়াতোড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারপর তারা এসে দেখে বৌশাখীর মৃত্যু হয়েছে। এরপর বৈশাখীর ভাই আস্তিক বাউরী থানায় জামাইবাবু আনন্দের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করে। পুলিশ আনন্দকে গ্রেপ্তার করে। এবং বাঁকুড়া জেলা আদালত এই খুনের মামলায় তাকে দোষী সাব্যস্ত করে যাব্বজীবন কারাদন্ডে দন্ডিত করে। সরকারি আইনজীবী অরুণ কুমার চট্টোপাধ্যায় জানান, বিচারক আনন্দ বাউরীকে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি, ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। অনাদায়ে আরও ৬ মাস অতিরিক্ত কারাবাস করতে হবে আনন্দ কে।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও।👇


Next Story