ভারত - পাক যুদ্ধের আবহে সোস্যাল মিডিয়াতে দেশ বিরোধী পোস্ট,রাইপুরে ধৃত যুবকের জেল হেফাজত।
অন্যদিকে,খাতড়া মহকুমা আদালতের বার এসোসিয়েশনের সদস্য অসীম গোপ বলেন,ধৃত এই যুবকের পক্ষে মামলা লড়তে কোন উকিল দাঁড়ান নি। এবং আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : সোস্যাল মিডিয়াতে গতকাল সন্ধ্যায় নিজের একাউন্টে লাগাতার দেশ বিরোধী পোস্ট করে এক যুবক। তার পোস্টে দেশ বিরোধীতার পাশাপাশি সেনা এমনকি প্রধানমন্ত্রীর নামে অসম্মানজনক আপত্তিকর বক্তব্য ছিল। যা নজরে পড়তেই স্থানীয় বিজেপি কার্যকর্তারা ওই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর রাইপুর থানা এলাকার উপরবাঁধ গ্রামের বাসিন্দা ওই যুবককে শনিবার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে রাইপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত যুককের নাম সফিক খান। তাজে রবিবার সকালে খাতড়া মহকুমা আদালতে তোলা হয়। কিন্তু তার হয়ে মামলা লড়তে কোন উকিল এদিন দাঁড়াননি। এদিকে,পুলিশের পক্ষ থেকেও কোন হেফাজত চাওয়া হয়নি। বিচারক অবশেষে এই ধৃত যুবককে আগামী ২৩ মে পর্যন্ত জেল হেফাজত থাকার নির্দেশ দিয়েছেন।
স্থানীয় বিজেপি জেতা তথা বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সম্পাদক দীপক দাস বলেন,এই যুবক সোস্যাল মিডিয়াতে বেশ কিছু দেশ বিদ্বষী পোস্ট করেন। তা নজরে পড়তেই বিজেপির উদ্যোগে তড়িঘড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। এবং পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তোলে। অন্যদিকে,খাতড়া মহকুমা আদালতের বার এসোসিয়েশনের সদস্য অসীম গোপ বলেন,ধৃত এই যুবকের পক্ষে মামলা লড়তে কোন উকিল দাঁড়ান নি। এবং আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়।
এদিকে,জেলা বিজেপি এই ঘটনার রেশ টেনে জানিয়েছে, তারা সোস্যাল মিডিয়াতে নজরদারি চালাচ্ছেন। এই ধরনের পোস্ট নজরে পড়লেই থানায় অভিযোগ দায়ে
র করবেন তারা।এই দেশে বসবাস করব অন্য দেশের হয়ে সামাজিক মাধ্যমে পোষ্ট করাকে বরদাস্ত করা হবে না।
👁️🗨️দেখুন🎦ভিডিও 👇