ইন্দপুরে রাতের অন্ধকারে বিলাতী মদের দোকান থেকে লক্ষাধিক টাকার মদ চুরি,গ্রেপ্তার ২।
বুধবার খতড়া মহকুমা আদালতে তোলা,হলে বিচারক ধৃত দুইজনের দুই দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। এদিকে,পুলিশ জানিয়েছে,ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া বিলাতী মদের বেশ কিছু বোতল উদ্ধার হয়েছে।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বর্ষার মরসুমকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে গ্রামের লাইসেন্স প্রাপ্ত একটি বিলাতি মদের দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার মদ চুরির ঘটনা ঘটে গত ৩ রা জুলাই। বাঁকুড়া জেলার ইন্দপুর থানার রাজুড়ি গ্রামে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মদের দোকানের মালিক দোল গোবিন্দ মন্ডল ইন্দপুর থানায় এই চুরির ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে৷ এর পর পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ইন্দপুর থানার পুলিশ গতকাল গভীর রাতে বাঁকুড়া শহরে অভিযান চালিয়ে দুই অভিযুক্ত কে গ্রেপ্তার করে।পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মৃত্যুঞ্জয় দাস রজক ওরফে বাপী এবং মহম্মদ রফিক খান ওরফে মাতাল। তাদের বুধবার খতড়া মহকুমা আদালতে তোলে ইন্দপুর থানার পুলিশ।
আদালত সুত্রে জানা গেছে, বিচারক ধৃত দুইজনের দুই দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। এদিকে,পুলিশ জানিয়েছে,ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া বিলাতী মদের বেশ কিছু বোতল উদ্ধার হয়েছে। পাশাপাশি,এই চুরির সাথে যুক্ত বাকিদেরও সনাক্ত করে ফেলেছে পুলিশ। শীঘ্রই এই চক্রের পর্দা ফাঁস করবে পুলিশ। এমনটাই মনে করা হচ্ছে।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇