দুই প্রতিবেশী ভাইয়ের হামলায় প্রাণ গেল এক পথ কুকুর প্রেমীর,মল্লভূম বিষ্ণুপুরে চাঞ্চল্য,অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা সহ সারা রাজ্যের বিভিন্ন পশুপ্রেমী সংগঠন ও পশুপ্রেমী মানুষ এই নির্মম হত্যাকান্ডের প্রতিবাদের পাশাপাশি, অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তুলেছেন। পশুপ্রেমী সুধীন বাবুকে হারিয়ে শোকের ছায়া বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জ জুড়ে।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : পথের অবলা কুকুরদের ভালোবাসতেন,খাবার দিতেন, কোন কুকুর অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা থেকে যত্নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতেন বিষ্ণুপুরের সুধীন পাল।আর তার সাথে সঙ্গ দিতেন সুধীন বাবুর ভাই অমিতাভ বাবুও।পথ কুকুরদের প্রতি ভালোবাসার জন্য শেষে নিজের জীবনকে বিসর্জন দিতে হবে এটা জীবীত অবস্থায় কোন দিনই তিনি ভাবেন নি। সের্ফ এই কারণেই পড়শী দুই ভাই শৈলেন পাল ও তোতন পালের নৃশংস আক্রমনে প্রাণ গেল বছর ৫০ এর এই পশু প্রেমীর। ইট ছুঁড়ে বুকে আঘাত করে মেরে ফেলা হয় সুধীন বাবুকে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে,বিষ্ণুপুর পুর শহরের কৃষ্ণগঞ্জের বাসিন্দা সুধীন বাবু ও তাঁর ভাই অমিতাভ বাবু পথ কুকুরদেরকে নিয়মিত খাবার দিতেন।
ফলে, তাঁদের বাড়ির সামনে কুকুরদের ভিড় থাকত। আর এই নিয়েই বিবাদের সুত্রপাত। প্রতিবেশী শৈলেন পাল ও তোতন পাল তা মেনে নিতে পারত না। গতকাল অমিতাভ বাবু সপরিবারে বুড়ো শিবের গাজন দেখতে গিয়েছিলেন। সুধীন বাবু ওই সময় বাড়িতে ছিলেন না। গাজন থেকে ফিরে এসে অমিতাভ বাবু দেখেন শৈলেন ও তোতন পথ কুকুরদের ইট ছুঁড়ে মারছে। অমিতাভ বাবু তার প্রতিবাদ করেন। তখন দুই ভাই মিলে অমিতাভ বাবুকেও মারধর করে। ওইসময় এলাকার বাসিন্দারা ঘটনার মিটমাট করে দেন। এরপর অমিতাভ বাবু অভিযুক্তদের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় নালিশ জানাতে যান। এদিকে বাড়িতে ফিরে এসে ভাইকে মারার ঘটনা শুনেই সুধীন বাবু একাই বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। সেই সময় অভিযুক্তরা তাঁকে একা পেয়ে তার ওপর হামলা চালায়।
ইট দিয়ে বুকে সজোরে আঘাত করার ফলে জ্ঞান হারান হারিয়ে সুধীন বাবু রাস্তায় লুটিয়ে পড়েন। ওই সময়েই অমিতাভ বাবু থানা থেকে ফিরে ভাইএর এই অবস্থা দেখে তাঁকে তড়িঘড়ি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।এদিকে,অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানার পুলিশ অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে। বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জের বাসিন্দারা এই দুই ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন। তারা চান এদের দৃষ্টান্ত মূলক শাস্তি হোক। অন্যদিকে,বাঁকুড়া জেলা সহ সারা রাজ্যের বিভিন্ন পশুপ্রেমী সংগঠন ও পশুপ্রেমী মানুষ এই নির্মম হত্যাকান্ডের প্রতিবাদের পাশাপাশি, অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তুলেছেন।
এদিকে,পশুপ্রেমী সুধীন বাবুকে হারিয়ে শোকের ছায়া বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জ জুড়ে।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇