ফের মাধ্যমিকে বাঁকুড়ার জয়জয় কার। ৬৯৪ নাম্বার পেয়ে রাজ্যের মেধা তালিকায় যুগ্ম দ্বিতীয় বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল।
সৌমের মা রুপালী দেবী এবং বাবা বংশীধর বাবু তার ছেলে মেধা তালিকায় জায়গা করে নেবে তা নিশ্চিত ছিলেন। তবে, একেবারে দ্বিতীয় স্থানে উঠে আসবে এতটা আশা করেন নি।মাত্র ২ নাম্বারের জন্য প্রথম স্থান হাত ছাড়া হওয়ায় আক্ষেপের সুর মল্লভূমবাসীদের গলায়।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : ফের মাধ্যমিকে বাঁকুড়ার জয় জয় কার। ৬৯৪ নাম্বার পেয়ে রাজ্যের মেধা তালিকায় যুগ্ম ভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের ছাত্র সৌম্য পাল। এবং জেলায় সে শীর্ষে রয়েছে।বড়ো হয়ে বিজ্ঞানী হতে চায় সৌম্য। পড়াশোনার পাশাপাশি গানের চর্চাও রয়েছে ছোট থেকেই।সৌম্যের এই সাফল্যে খুশীর হাওয়া সারা মল্লভূম জুড়ে।সৌমের মা রুপালী দেবী এবং বাবা বংশীধর বাবু তার ছেলে মেধা তালিকায় জায়গা করে নেবে তা নিশ্চিত ছিলেন। তবে, একেবারে দ্বিতীয় স্থানে উঠে আসবে এতটা আশা করেন নি।মাত্র ২ নাম্বারের জন্য প্রথম স্থান হাত ছাড়া হওয়ায় আক্ষেপের সুর মল্লভূমবাসীদের গলায়।
তবে,রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করে বিষ্ণুপুরের নাম উজ্বল করায় বেজায় খুশী বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। তিনি এদিন সৌম্যকে শুভেচ্ছা জানান এবং তার হাতে প্রীতি উপহার তুলে দেন।অন্যদিকে,বিষ্ণুপুর হাই স্কুলের প্রধান শিক্ষক জীবনানন্দ মুখোপাধ্যায় বলেন,সৌম্যকে নিয়ে আমরা আশাবাদী ছিলাম,যে সে ভালো ফল করবেই।রাজ্যের মেধা তালিকায় দ্বিতীয় হয়ে সে আমাদের স্কুলের নাম উজ্বল করেছে। এবং আগামী দিনে সে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও সাফল্য পাবে। কারণ ভালো শিক্ষার্থীর সব গুণের সমাহার ঘটেছে তার মধ্যে। সৌমের এই সাফল্যে সারা মল্লভূমের পাশাপাশি খুশী বাঁকুড়া জেলাও। সৌম্যের এই সাফল্যের জন্য বাঁকুড়া ২৪x৭ পরিবারের পক্ষ থেকে রইল অনেক,অনেক শুভেচ্ছে।
👁️🗨️দেখুন 🎦ভিডিও 👇