শিরোনাম

মিড-ডে মিলে ডিমের ঝোলে টিকটিকি , শিশু শিক্ষাকেন্দ্রের প্রধান কে শোকজ।

মিড-ডে মিলে ডিমের ঝোলে টিকটিকি , শিশু শিক্ষাকেন্দ্রের প্রধান কে শোকজ।
X

এই টিকটিকিটিই মেলে মিডডে মিলে।

পাথরা শিশু শিক্ষা কেন্দ্রে ঘটনার জেরে ছড়ায় চাঞ্চল্য

মিড ডে মিলে ডিমের ঝোলে মরা টিকটিকি পড়ে গিয়ে ২৫ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আঁচুড়ির পাথরা শিশু শিক্ষা কেন্দের প্রধান কে শোকজ করছে শিক্ষা দপ্তর। বুধবার মিড মিলে টিকটিকি পড়ার জেরে অসুস্থ ২৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বলে জানা গেছে। বাকীরা চিকিৎসাধীন রয়েছে।

বুধবার, মিডডে মিলের মেনুর রুটিন মতো এই শিশু শিক্ষাকেদ্রে ডিমের ঝোল,ভাত রান্না করা হয়। ডিমের ঝোলের মধ্যে বের হয় মরা টিকটি। তা,জানাজানি হওয়ার আগেই পড়ুয়ারা মিড ডে মিল খেয়ে নিয়েছিল। খানিক পরেই বমিভাব,পেট ব্যথা,সহ অসুস্থতার লক্ষণ দেখা দেওয়ায় প্রায় জনা ২৫ পড়ুয়াকে অভিভাবকরা তড়িঘড়ি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা,সাধন বাউরীর অভিযোগ রাঁধুনিদের গাফিলতিতেই এমন ঘটনা ঘটল। যে কোন সময় বড়ো অঘটন ঘটে যেতে পারত।স্কুল কতৃপক্ষও ঠিকমতো রানার সময় তদারকি ও নজরদারি করে না তা করলে এমন ঘটনা ঘটত না।

Next Story