অন্ধ্রপ্রদেশের নার্সিং কলেজে আটকে জঙ্গলমহলের ২১জন সহ ১২৩ বাঙালি পড়ুয়া।মুখ্যমন্ত্রীর কাছে ঘরে ফেরানোর আর্জি।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (সঞ্জয় ঘটক,সারেঙ্গা): রাজস্থানের কোটা থেকে পড়ুয়ারা রাজ্যে ফিরতেই বাড়ী ফেরার আশায় বুক বাঁধছে অন্ধ্রপ্রদেশের গুন্টুরের পিএনসি এণ্ড কেআর নার্সিং কলেজে আটকে থাকা ছাত্র,ছাত্রীরা। এখানে জেলার জঙ্গলমহলেরই ২১ জন আটকে আছে। আর সারা রাজ্যের মিলিয়ে আটকে থাকা ছাত্র,ছাত্রীদের সংখ্যাটা ১২৩ জন। জেলার সারেঙ্গারই রয়েছেন ১৪ জন। তারা প্রচন্ড অসুবিধার মধ্যে সেখানে দিন কাটাচ্ছে। সেখান থেকে ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের বাড়ী ফেরানোর আর্জি জানিয়েছে তারা।
এদিকে,ছেলে,মেয়েরা লকডাউনে ভিন রাজ্যে আটকে থাকায় উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে তাদের পরিবার গুলির। ভিডিও কলিংএ ছেলে মেয়েদের আসহায় জীবন যাপন দেখে তারাও চান ছেলে,মেয়ে দের বাড়ী ফেরাতে। আটকে পড়া ছাত্র সৃষ্টি কিস্কুর বাবা তড়িৎ কিসকু তাই কোটার মতো জঙ্গলমহলের এই পড়ুয়াদের বাড়ী ফেরানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখছেন।
দক্ষিণের এই কলেজটিতে রাজ্যের ১২৩ জন পড়ুয়া আটকে আছেন। যাদের পরিবার গুলির সিংহ ভাগ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং এর পাশাপাশি গরীব আদিবাসী পরিবারেরও পড়ুয়া রয়েছেন। তারা ইতিমধ্যেই এই আটকে থাকা পড়ুয়াদের বাড়ী ফেরাতে সরকারিস্তরে তদ্বির করলেও কাজের কাজ কিছুই হয়নি। কোটা থেকে পড়ুয়াদের বাড়ী ফেরানোর সরকারি উদ্যোগের পর তারাও চাইছেন একই ভাবে এই পড়ুয়াদেরও বাড়ি ফেরিয়ে আনার।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]