বিয়ে বাড়ীর ভোজ খেয়ে কোতুলপুরে অসুস্থ ১৫০ জন।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (সঞ্জয় সরকার,বিষ্ণুপুর) : বিয়ে বাড়ীর ভোজ খেয়ে অসুস্থ হয়ে পড়ল প্রায় ১৫০ জন। কোতুলপুর থানার জলজলা গ্রামে এই ঘটনা ঘটে। বিয়ে বাড়ির ভোজ খেয়ে অসুস্থ হয়ে পড়েন গোটা গ্রামের মানুষ। বাদ গেলনা বিয়ের বর কনেও।
গত মঙ্গলবার সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এই গ্রামের এক মেয়ের বিয়ে উপলক্ষে আমন্ত্রণ ছিল গ্রামের প্রায় শ'দেড়েক মানুষের। স্থানীয় সূত্র জানা গেছে, বুধবার হুগলির গোঘাটে গ্রামের সবাই ছেলের বাড়ীতে প্রীতিভোজ খেতে গিয়েছিল। সেই রাতেই ফের মেয়ে জামাইকে নিয়ে সকলে জলজলায় ফিরে আসেন। ফেরার পর, বৃহস্পতিবার থেকে কিছু মানুষ জ্বর,বমি ও পেটখারাপে ভুগতে শুরু করেন। শুক্রবার প্রকোপ বাড়তে থাকে। একে, একে একই উপসর্গে অসুস্থ হওয়ার সংখ্যা বাড়তে থাকে। আক্রান্ত হন মহিলা পুরুষ সহ শিশুরাও।পপরিস্থিতি সামাল দিতে শুক্রবার সকালেই গ্রামে ছয় সদস্যর একটি মেডিকেল স্থানীয় প্রাথমিক স্কুলে ক্যাম্প করে চিকিৎসা শুরু করে। গ্রামের বাসিন্দা শেখ রাজু বলেন, গোটা গ্রামের প্রায় শ'দেড়েক মানুষ ওই বিয়ে বাড়ির খাবার খেয়েছিল। একে একে সকলে অসুস্থ হতে শুরু করে। মেডিকেল টিম এসে গ্রামে চিকিৎসা করে। বেশ কয়েক জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের কোতুলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়িতে রেখেও অনেকের চিকিৎসা চলছে। কোতুলপুরের বিএমওএইচ অরুণ দাস জানান,প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে,খাদ্যে বিষক্রিয়ার থেকেই একসঙ্গে এত মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। সবার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাদের মধ্যে ২৫ জন কোতুলপুর হাসপাতালে ভর্তি রয়েছেন।
#দেখুন 🎦 ভিডিও👇[embed]