জেলায় দুটি পৃথক পথ দূর্ঘটনায় ২জনের মৃত্যু, আহত ৩ জন।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় আজ পৃথক দুটি পথ দূর্ঘটনায় মৃত্যু হল দুই জনের। বাঁকুড়া শহর লাগোয়া ৬০ নাম্বার জাতীয় সড়কের হেভীর মোড়ের কাছে মিথিলা এলাকায় একটি যাত্রীবাহী বেসরকারি বাসের সাথে, উল্টো দিক থেকে আসা পাথর বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ ঘটলে, স্বপন পাইন (৬০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।তিনি বাঁকুড়ার ইন্দপুর থানা এলাকার চাঁপাশোল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।এই দূর্ঘটনায় আরও তিন জন আহত হন।তাদের মধ্যে দুজনার আঘাত গুরুতর হওয়ায় তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ চালক সহ ঘাতক লরিটিকে আটক করেছে।অন্যদিকে,জেলার রাইপুর থানার খাতড়া–রাইপুর সড়কে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তি কে একটি লরি চাপা দিলে, তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুটি মৃতদেহ পুলিশ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
#দেখুন 🎦 ভিডিও 👇[embed]