ব্রেকিং নিউজ

জয়পুরে অ্যাসিড ছুঁড়ে গয়না দোকানে ডাকাতি ঠেকাল দুই কর্মচারী, শেষে গুলি করে চম্পট দেয় ডাকাত দল!

X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (সঞ্জয় সরকার,বিষ্ণুপুর):- সোমবার গভীর রাতে জয়পুর থানার গেলিয়া বাজারে একটি সোনার দোকানে ডাকাতির চেষ্টা করল দুষ্কৃতিরা। তবে দোকানে থাকা দুই কর্মচারীদের উপস্থিত বুদ্ধিতে সে চেষ্টা ব্যার্থ হয়েছে। ডাকাতির জন্য দোকানের দরজা ভাঙার চেষ্টা হতেই ওই দুজন কর্মচারী দরজার ফাঁক দিয়ে সোনার কাজে ব্যবহৃত এসিড ওই দুষ্কৃতিদের লক্ষ করে ছুঁড়ে দেয়। বাধা পেয়ে তখন বাইরে থেকেই বন্ধ দরজার নিচ দিয়ে তারা গুলি চালায়। পুলিশ জানিয়েছে, ডাকতদের ছোঁড়া গুলিতে কেউ হতাহত হয়নি বলে। দোকানের মালিক জয়পুরের জামসোলা গ্রামের বাসিন্দা ধরণীপ্রসাদ কর্মকার বলেন 'আমার দুই কর্মচারী যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। ওদের বুদ্ধির জন্য আমার দোকান রক্ষা পেয়েছে'।

*দোকান মালিকের বক্তব্য শুনতে নীচের ভিডিও লিংকে ক্লিক করুন। [playlist type="video" ids="4308"] X

Next Story