মেজিয়ায় অবৈধ বালি পাচার ঠেকাতে গিয়ে বিডিও ও বিএলআরও আক্রান্তের ঘটনায় ধৃত ২ জনের জেল হেপাজত।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : অবৈধ বালি পাচার ঠেকাতে গিয়ে বিডিও এবং বিএলআরও আক্রান্তের ঘটনায় দুই ব্যক্তি কে গ্রেপ্তার করল মেজিয়া থানার পুলিশ।আজ তাদের বাঁকুড়া জেলা আদালতে তোল হলে বিচারক আগামী ১লা অক্টোবর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ । বৃহস্পতিবার রাতে মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর তেলেন্ডা গ্রামে অবৈধ ভাবে বালি পাচার ঠেকাতে অভিযানে গিয়ে আক্রান্ত হন বিডিও অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায় ও বিএলআরও অমিত দাস। তারা ভাড়রা গ্রামের কাছে বালি বোঝাই কয়েকটি ট্রাক্টর আটক করলে, বালি মাফিয়াদের লোকজন দল বেঁধে সরকারী দুই আধিকারিক কে চরম হেনস্থা করে। তাদের ঘেরাও করে রাখা হয়। এই ঘটনার জেরে ডাং মেজিয়ার কর্ণ মন্ডল, ও নাগরডাঙ্গার আশিষ মহন্ত রাতেই গ্রেপ্তার করে পুলিশ। আর কারা,কারা এই ঘটনার সাথে যুক্ত ছিল তা চিহ্নিত করতে ইতিমধ্যে তদন্তে নেমেছে মেজিয়া থানার পুলিশ।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]