ব্রেকিং নিউজ

এবার হানা পাত্রসায়রের বালি ঘাটে,বাজেয়াপ্ত ২০টি জেসিবি, ৫০ এরওবেশী সাকশেন বোট,ভালো সংখ্যক লরি ও ট্রাক্টর, এলাকা জুড়ে চাঞ্চল্য!

এবার হানা পাত্রসায়রের বালি ঘাটে,বাজেয়াপ্ত ২০টি জেসিবি, ৫০ এরওবেশী সাকশেন বোট,ভালো সংখ্যক লরি ও ট্রাক্টর, এলাকা জুড়ে চাঞ্চল্য!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের অবৈধ বালি কারবার ঠেকাতে হানা দিয়ে বড়ো সাফল্য মিলল প্রশাসনের। এবার জেলার পাত্রসায়েরে ভূমি দপ্তর,পুলিশ যৌথভাবে হানা দিয়ে ২০ টি জেসিবি,৫০টিরও বেশী সাকশন বোট এবং বেশ কয়েকটি বালি বোঝাই লরি এবং ট্রাক্টরও বাজেয়াপ্ত করা হয়।

রবিবার পাত্রসায়র থানার মামুদপুর ওসাতখোল গ্রামে দামোদর নদের বিভিন্ন বালি ঘাটে হানা দিয়ে এই সাফল্য মেলে। এদিনের অভিযানে বিষ্ণুপুরের এসডিপিও সুকোমল কান্তি দাস,বিষ্ণুপুরের মহকুমা শাসক মানস মন্ডল নেতৃত্বে দেন।,এছাড়া অভিযানেে সামিল হন বিএলআরও তাপস পালও।

বিশাল পুলিশ বাহিনী নিয়ে প্রায় বালির ওপর দিয়ে ৬কিমি হেঁটে এই হানাদারি চালানো হয়।

দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধ বালি পাচারের সিন্ডিকেট রমরমিয়ে চলছিল। অতিমাত্রায় সক্রিয় ছিল বালি মাফিয়ারাও।

আজকের এই অভিযানে বালি মাফিয়াদের কার্যত কোমর ভাঙ্গা গেল বলে মবে করা হচ্ছে!

পাশাপাশি দীর্ঘদিন ধরে এমন অবৈধ বালির কারবারের ফলে কোটি,কেটি টাকা, সরকারী রাজস্বও মার খাচ্ছিল পুরোদমে। এখন দেখার আজকের এই অভিযানের পর এখানকার বালি মাফিয়া রাজের চিত্র কতখানি বদলায়?

Next Story