ওয়ার্মাআপেই বাজীমাত, এবার খেলা হবে,চ্যালেঞ্জ সায়ন্তিকার।
BY Manasi Das10 March 2021 7:33 PM IST

X
Manasi Das10 March 2021 7:33 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ওয়ার্মআপেই বাজীমাত সায়ন্তিকার! আজ মনোনয়নের মহামিছিলে নামল মানুষের ঢল। লালবাজার থেকে প্রথমে পায়ে হেঁটেই মিছিল শুরু করেন এই তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী। গানের তালে কোমরও দোলান। তবে, মানুষের ভীড় বাড়তে থাকায় শেষে তাকে হুড খোলা জিপে চেপেই মিছিল করতে হয় তাকে। তবে, এতে তার ফ্যানদের হতাশ হতে হয়নি। কখনও উড়ুক্কু চুম্বন বা হাতে,হাত দিয়ে উইশে মন কেড়ে নেয় টিন এজারদের। আজ মনোনয়নের দিন মানুষের উচ্ছাস দেখে সায়ন্তিকার মনবলও তুঙ্গে। আর জেলার নুতন ভোটার অর্থাৎ টিন এজারদের এই অভিনেত্রীর বার্তা "এবার খেলা হবেই।" তাই তৈরি থেকো। পাশাপাশি,এই খেলায় জয়ের চ্যালেঞ্জও ছুঁড়ে দিলেন তার প্রতিপক্ষ প্রার্থীদের।
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story