নজরে ভোট

মুখ্যমন্ত্রী ঘোষণা করে ছিলেন আগেই, সেই মতো আজ মইদুলের স্ত্রীর হাতে হোম গার্ডের চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হল।

মুখ্যমন্ত্রী ঘোষণা করে ছিলেন আগেই, সেই মতো আজ মইদুলের স্ত্রীর হাতে হোম গার্ডের চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হল।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : নবান্ন অভিযানে গিয়ে মৃত যুব ফেডারেশনের কর্মী মইদুলের স্ত্রীকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ,কথা রাখলেন তিনি। চাকরির নিয়োগ পত্র পেলেন মইদুলের স্ত্রী মামনি। শুক্রবার বিকেলে চোরকোলা গ্রামে জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল এবং প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা গিয়ে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন মইদুলের স্ত্রীর হাতে।


এই প্রশাসনিক প্রতিনিধি দলে ছিলেন জেলাশাসক রাধিকা আয়ার,পুলিশ সুপার কোটেশ্বর রাও, সহ অন্যান্য আধিকারিকরা। কোতুল থানাতেই হোমগার্ড পদে কাজ করবেন মইদুলের স্ত্রী। পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন জেলা পুলিশের পক্ষ থেকেও মইদুলের স্ত্রীকে সহযোগিতা করা হবে।

প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা জানান,মুখ্যমন্ত্রী আগেই চাকুরির প্রতিশ্রুতি দিয়েছিলেম। আজ সেই প্রতিশ্রতি মতো চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হল।

দেখুন 🎦 ভিডিও। 👇







Next Story