নজরে ভোট

সাংসদ সুভাষ সরকারের ওপর হামলা, তার গাড়ী লক্ষ্য করে ইট ও পাথর ছোঁড়ে দুষ্কৃতিরা,থানায় দায়ের অভিযোগ।

সাংসদ সুভাষ সরকারের  ওপর হামলা, তার গাড়ী লক্ষ্য করে ইট ও পাথর  ছোঁড়ে দুষ্কৃতিরা,থানায় দায়ের অভিযোগ।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া : বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকারের গাড়ীর ওপর হামলা। তার গাড়ী লক্ষ্য করে পিছন থেকে বাইক আরোহী কয়েকজন দুষ্কৃতি ইট ও পাথর ছোঁড়ে। গাড়ীর পিছনের কাঁচ ভেঙ্গে যায়। তবে সাংসদের আঘাত লাগেনি। তিনি সুরক্ষিতই ছিলেন। আজ দুপুরে বাঁকুড়া সদর থানার রাজগ্রামের কাছে পাতালখুরি গ্রামে ঘটে এই ঘটনা।


ওই সময় কৃষাণ সম্মান নিধি প্রকল্পের জন সংযোগ কর্মসুচীতে যোগ দিতে গিয়েছিলেন তিনি। আচমকা তার গাড়ীর ওপর ইট,পাথর ছুুুঁড়ে হামলা চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। সাংসদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে। তিনি প্রশ্নও তোলেন নির্বাচন কবে পার হয়ে গেছে, তার পরও এই হামলার রাজনীতির বিরাম নেই বাংলায়!

যদিও তৃণমূল সাংসদের তোলাএই অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করে জানিয়েছে, সাংসদের বিরোধী গোষ্ঠীর লোকজন এই হামলা চালিয়েছে। লজ্জায় তিনি তৃণমূলের ওপর দায় চাপাচ্ছেন।


অর্থাৎ এই হামলার ঘটনাকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক চাপান উতোর চলছে দুই শিবিরেই। ঘটনার পর বাঁকুড়া সদর থানায় এসে অভিযোগ দায়ের করেন সাংসদ সুভাষ সরকার।

👁️দেখুন 🎦 ভিডিও। 👇



Next Story