জেলার কোন আসনের কি ট্রেন্ড? জেনে নিন এক নজরে।
BY Manasi Das2 May 2021 11:33 AM IST

X
Manasi Das2 May 2021 12:30 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার ১২ টি বিধানসভা কেন্দ্রে কোভিড বিধি মেনে ভোট গণনা চলছে। নির্বাচন কমিশন সুত্রে যে ট্রেন্ড এখনও পর্যন্ত পাওয়া গেছে তাতে জেলায় বেশ কয়েকটি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। বাঁকুড়া, শালতোড়া, বড়জোড়া,রাইপুর, সোনামুখী, তালডাংরা,ছাতনায় এগিয়ে আছে তৃণমূল। রানীবাঁধ বিধানসভায় এগিয়ে আছে বিজেপি। বিষ্ণুপুরে ১৬০৫ ভোটে এগিয়ে আছে বিজেপি। রাইপুরে তৃতীয় রাউন্ডের শেষে ৪২৪২ ভোটে এগিয়ে আছে তৃণমূল প্রার্থী মৃত্যুঞ্জয় মূর্মূ। রানীবাঁধে ৩৩৬ ভোটে এগিয়ে আছে বিজেপি।ইন্দাসে ৬৬০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী।ওন্দায় এগিয়ে বিজেপি প্রার্থী,কোতুলপুরে এগিয়ে বিজেপি। সোনামুখীতে ১৯৪৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা। বাকী আসন গুলির এখনও ট্রেন্ড হাতে আসেনি। আরও আপডেট পেতে নজর রাখুন পরের বুলেটিনে।
Next Story