Home > নজরে ভোট > BIG BREAKING : বিধানসভা ভোটের মুখে বদল বাঁকুড়ার জেলা শাসক। স্বামীর পদে স্থলাভিষিক্ত হলেন স্ত্রী রাধিকা আয়ার।
BIG BREAKING : বিধানসভা ভোটের মুখে বদল বাঁকুড়ার জেলা শাসক। স্বামীর পদে স্থলাভিষিক্ত হলেন স্ত্রী রাধিকা আয়ার।
BY Manasi Das10 Feb 2021 4:12 PM IST

X
Manasi Das10 Feb 2021 5:52 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিধানসভা ভোটের মুখেই বদল বাঁকুড়ার জেলাশাসক। জেলার বর্তমান জেলা শাসক এস অরুণ প্রসাদ কে বদলীর নির্দেশ জারি করা হয়েছে। অরুণ প্রসাদকে স্পেশাল কমিশনার জিএসটি, দুর্গাপুর ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে। আর তার স্থলাভিষিক্ত হচ্ছেন শ্রীমতী, কে,রাধিকা আয়ার। আজ অতিরিক্ত মুখ্য সচিব বি,পি গোপালিকা এই নির্দেশ জারি করেছেন। প্রসঙ্গত, শ্রীমতী আয়ার বাাঁকুড়ার বিদায়ী জেলাশাসক এস অরুণ প্রসাদের স্ত্রী। আজ নির্দেশ জারির পরে,পরেই তিনি বাাঁকুড়ার জেলাশাসক হিসেবে কাজে যোগ দিয়েছেন।
Next Story