Home > নজরে ভোট > বাঁকুড়া - পশ্চিম মেদিনীপুর সীমানায় রাতভর নাকা চেকিং,নাকায় আংশ নিয়ে নজর কাড়লেন জেলাশাসক কে,রাধিকা আয়ার।
বাঁকুড়া - পশ্চিম মেদিনীপুর সীমানায় রাতভর নাকা চেকিং,নাকায় আংশ নিয়ে নজর কাড়লেন জেলাশাসক কে,রাধিকা আয়ার।
BY Manasi Das5 March 2021 1:45 PM IST

X
Manasi Das5 March 2021 1:55 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ভোটে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও বহিরাগতদের গতিবিধির ওপর নজরদারির জন্য জেলা জুড়ে চলছে পুলিশের নাকা চেকিং। বৃহস্পতিবার রাতে জেলার বিষ্ণুপুর মহকুমার বাঁকুড়া -পশ্চিম মেদিনীপুর সীমানার মিশ্রীসোলে এই নাকা চেকিং অভিযানে অংশ নিয়ে নজর কাড়লেন জেলার মহিলা জেলাশাসক কে,রাধিকা আয়ার।
তিনি নিজে নাকা চেকিংও করেন। গাড়ীর কাগজপত্র দেখার পাশাপাশি যানবাহনের চালকদের সাথে কথা বলে তথ্য সংগ্রহ এমনকি গাড়ীগুলোতে তল্লাশিও চালান। আচমকা মহিলা জেলা শাসকের এই ভুমিকা নজর কাড়ে যানবাহনের চালক ও সওয়ারী যাত্রীদের।
জেলার অন্যান্য পুলিশ আধিকারিকদের সাথে এদিন নাকায় আংশ নেন বিষ্ণুপুরেএ মহকুমা শাসক অনুপ দত্তও।
👁️ দেখুন 🎦ভিডিও। 👇
Next Story