নজরে ভোট

ভোটের দিন ঘোষণার আগেই পাত্রসায়র কেন্দ্রীয় বাহিনীর কবজায়।

ভোটের দিন ঘোষণার আগেই পাত্রসায়র কেন্দ্রীয় বাহিনীর কবজায়।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ( সৈয়দ মফিজুল হোদা,পাত্রসায়র): ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই জেলায় এসে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। আজ জেলার পাত্রসায়রে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কার্যত এলাকা কবজায় আনতে মোতায়েন হল এদিন থেকেই। এবার রুট মার্চও শুরু হবে বাহিনীর।


পাত্রসায়র কলেজে এই বাহিনীর থাকার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। এদিম এই বাহিনীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার গনেশ বিশ্বাস, বিষ্ণুপুরের মহকুমা পুলিশ আধিকারিক কুতুব উদ্দিন খান, সার্কেল ইন্সপেক্টর গৌতম তালুকদার, পাত্রসায়র থানার ওসি সইফুল সেখ প্র্রমুুুখ।

প্রসঙ্গত বিধানসভা ভোটে শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে।।ইতিমধ্যেই জেলায়,জেলায় বাহিনী পৌঁছাতে শুরু করেছে। তবে,প্রথমে জেলার সব থেকে রাজনৈতিক উত্তেজনা প্রবন এমন এলাকায় বাহিনী মোতায়েনে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রাজ্যে জেলার রাজনৈতিক উত্তেজনা প্রবন এলাকা হিসেবে চিহ্ণিত পাত্রসায়রেই তাই জেলার প্রথম এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছল শনিবার।


এর পর ধাপে,ধাপে জেলার অন্যান এলাকাতেও বাহিনী পৌঁছবে বলে নির্বাচন দপ্তর সুত্রে জানা গেছে।গত পঞ্চায়েত ভোটে মনোয়ন দাখিল কে কেন্দ্র করে শাসক -বিরোধী সংঘর্ষ রাজ্য জুড়ে ভোটের পরিবেশকে আশান্ত করে তোলে। ঘটে প্রাণহানির মতো ঘটনাও।

বিরোধীরা গত পঞ্চায়েতে প্রার্থীই দাঁড় করাতে পারেননি সিংহভাগ আসনে। এবং এর জন্য শাসক দলের সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয়েছিলেন তারা। এবার বিধানসভা ভোটের আগে তাই রাজ্য জুড়ে শান্তি,শৃঙ্খলা বজায় রাখতে আগে থেকেই রাজনৈতিক উত্তেজনা প্রবন এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পথেই হাঁটল নির্বাচন কমিশন তা বলাই বাহুল্য।

দেখুন 🎦 ভিডিও। 👇





Next Story