Home > নজরে ভোট > দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি- তৃণমূল সংঘর্ষ বড়জোড়ার তাজপুরে,প্রতিবাদে বিজেপির পথ অবরোধ।
দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি- তৃণমূল সংঘর্ষ বড়জোড়ার তাজপুরে,প্রতিবাদে বিজেপির পথ অবরোধ।
BY Manasi Das3 March 2021 2:20 PM IST

X
Manasi Das3 March 2021 5:04 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সংঘর্ষের জেরে বড়জোড়ার তাজপুর উত্তাল হয়ে ওঠে। গত রাতে ঘটে এই ঘটনা। কমপক্ষে সাত জন আহত হয়েছেন। প্রথমে তাদের বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে একজনকে কলকাতায় ও দুজনকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে,এই ঘটনার প্রতিবাদে বড়জোড়া চৌরাস্তার মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভে নেতৃত্ব দেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত আগস্তি প্রমুখ। পাশাপাশি বরজোড়া থানাতেও ঘটনার প্রতিবাদে ধর্ণা চলে।
এই অবরোধের জেরে বেশ খানিকক্ষণ বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।পরে অবরোধ উঠলে যান চলাচল স্বাভাবিক হয়।
👁️দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story