Home > নজরে ভোট > বাংলার মানুষ এবার স্বাদ বদল চাইছেন,বিজেপি ১০০ নীচে থাকবে,দিদিও সংখ্যা গরিষ্ঠতা পাবে না,দাবী প্রদীপের।
বাংলার মানুষ এবার স্বাদ বদল চাইছেন,বিজেপি ১০০ নীচে থাকবে,দিদিও সংখ্যা গরিষ্ঠতা পাবে না,দাবী প্রদীপের।
BY Manasi Das23 March 2021 8:41 AM IST

X
Manasi Das23 March 2021 8:41 AM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাংলার মানুষ এবার স্বাদ বদল চাইছেন,বিজেপি ১০০ নীচে থাকবে,দিদিও সংখ্যা গরিষ্ঠতা পাবে না বাঁকুড়া শহরে জাতীয় কংগ্রেসের প্রার্থী রাধারাণী বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোট প্রচারে এসে, এমনই দাবী করলেন ববর্ষীয়ান কংগ্রেস নেতা ভট্টাচার্য ভট্টাচার্য। সোমবার সন্ধ্যায় লালবাজারের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি মোদী ও দিদি দুজনকেই সমান আক্রমণ করেন।
👁️দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story