বিষ্ণুপুরে অভিষেকের সভা থেকে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত কিশোর, আহত আরও ২।

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : তৃণমূল যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা শুনে বাড়ী ফেরার পথে ইলেক্ট্রিক ছাদে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্য হল এক কিশোরের। আহত হয়েছেন আরও দুই তৃণমূল সমর্থক। পুলিশ জানিয়েছে মৃত কিশোরের নাম হজরত মল্লিক (১৭)।
এদিন, সভা শেষে একটি হোটেলের সামনে খাওয়া দাওয়া করতে দাঁড়িয়েছিল বাসটি। খাওয়া সেরে সকলে বাসে উঠে পড়ে। সেই সময় বাসের ছাদে ছিল হজরত। বাসের ওপর দিয়েই ১১ হাজার ভোল্টের তার ছিল। সেই তার হজরতের ঘাড়ে লাগে এবং সাথে,সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এছাড়া আরও দুজন গুরুতর জখম হয়। বিষ্ণুপুর থানার পুলিশ তাদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করায়।
এই কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ভোটার না হওয়া স্বত্ত্বেও এভাবে রাজনৈতিক সভায় কিশোরটিকে নিয়ে যাওয়ার জন্য তার পরিবার থেকেও প্রশ্ন তোলা হয়েছে। জানা গেছে মৃত কিশোরের বাড়ি বিষ্ণুপুরের হুলমারা গ্রামে আর আহত দুজন বারিশোলের বাসিন্দা।
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇
এবার বাংলা কে ভেঙ্গে নতুন জঙ্গলমহল রাজ্য গড়ার দাবী তুলে বিতর্কে জড়ালেন ...
23 May 2022 1:53 PM GMT১ জুন বাঁকুড়ার সতীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মী সভা,প্রতি বুথ...
22 May 2022 11:24 AM GMTমুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে নিরাপত্তা খতিয়ে দেখতে জঙ্গলমহলে থানা...
21 May 2022 7:38 PM GMTবারিকুল মাও পোস্টার কান্ডে অভিযুক্ত উত্তর ২৪ পরগানার ঘোলা থেকে ধৃত...
10 May 2022 6:58 PM GMTএবার সিমলাপালের ভালাইডিহা রাজ বাড়ীর দেওয়ালে পড়ল মাও পোস্টার,ফলে...
29 April 2022 6:55 PM GMT