ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও দেবের দেখা নাই!ক্ষোভে পথ অবরোধ গ্রামবাসীদের।

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কোতুলপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সঙ্গীতা মালিকের সমর্থনে রোড শোতে অংশ নেন অভিনেতা তথা সাংসদ দেব। এদিনের রোড শোয়ের নির্ধারিত রুট ছিল জয়পুর থেকে চাতরা মোড় পর্যন্ত। কিন্তু পুরো রুট পরিক্রমা না করেই দেব চলে যাওয়ায় ঘটে রোড শোয়ে ছন্দ পতন।
টানা কয়েক ঘন্টা রোদ্দুর মাথায় নিয়ে দাঁড়িয়ে থেকেও দেবের দেখা না পেয়ে ক্ষুব্ধ জনতা বগাজল মেইন রোড অবরোধ করেন। তারা দাবী তোলেন তাদের গ্রামেও দেবকে আসতে হবে।অবশেষে পুলিশ ও স্থানীয় তৃণমুল নেতৃত্ব মিলে পরিস্থিতি সামাল দেন। এদিকে,এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা মালিক।
দেবকে না দেখতে পাওয়ার আক্ষেপ মেটাতে এখন এই এলাকায় আরও অন্য কোন টলিউডের নায়ক বা নায়িকার রোড শো করে ড্যামেজ কন্ট্রোলের পরিকল্পনা নিয়েছে তৃণমূল নেতৃত্ব।
এখন দেখার সেই সেলিব্রিটির তালিকায় কার নাম থাকে এবং তা কবে ঘোষণা করে কোতুলপুরের তৃণমূল নেতৃত্ব। সে দিকেই নজর রইছে চাতরার বাসিন্দাদের।
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇
এবার বাংলা কে ভেঙ্গে নতুন জঙ্গলমহল রাজ্য গড়ার দাবী তুলে বিতর্কে জড়ালেন ...
23 May 2022 1:53 PM GMTগরমের দাপটে রক্তের টান ব্লাড ব্যাঙ্ক গুলিতে,বাঁকুড়া জেলা জুড়ে রক্ত...
22 May 2022 5:53 PM GMTওন্দায় চাকরির নামে মোটা টাকা প্রতারণা,অভিযুক্ত তৃণমূল নেতা, প্রতিবাদ...
22 May 2022 3:44 PM GMT১ জুন বাঁকুড়ার সতীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মী সভা,প্রতি বুথ...
22 May 2022 11:24 AM GMTমুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে নিরাপত্তা খতিয়ে দেখতে জঙ্গলমহলে থানা...
21 May 2022 7:38 PM GMT
এবার বাংলা কে ভেঙ্গে নতুন জঙ্গলমহল রাজ্য গড়ার দাবী তুলে বিতর্কে জড়ালেন ...
23 May 2022 1:53 PM GMT১ জুন বাঁকুড়ার সতীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মী সভা,প্রতি বুথ...
22 May 2022 11:24 AM GMTমুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে নিরাপত্তা খতিয়ে দেখতে জঙ্গলমহলে থানা...
21 May 2022 7:38 PM GMTবারিকুল মাও পোস্টার কান্ডে অভিযুক্ত উত্তর ২৪ পরগানার ঘোলা থেকে ধৃত...
10 May 2022 6:58 PM GMTএবার সিমলাপালের ভালাইডিহা রাজ বাড়ীর দেওয়ালে পড়ল মাও পোস্টার,ফলে...
29 April 2022 6:55 PM GMT