Home > নজরে ভোট > বিষ্ণুপুর তৃণমূলে ভাঙ্গন!পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য ও যুব নেতা তন্ময় ঘোষের বিজেপিতে যোগদান।
বিষ্ণুপুর তৃণমূলে ভাঙ্গন!পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য ও যুব নেতা তন্ময় ঘোষের বিজেপিতে যোগদান।
BY Manasi Das6 March 2021 1:19 AM IST

X
Manasi Das6 March 2021 1:19 AM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : অর্চিতা বিদকে প্রার্থী ঘোষণার পরেই বিষ্ণুপুরে তৃণমূলে ভাঙ্গন।বিষ্ণুপুর পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য ও যুব তৃণমূলের টাউন সভাপতি তন্ময় ঘোষে কলকাতায় সাংসদ সৌমিত্র খাঁয়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন। এর আগে বিষ্ণুপুর পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য হিসেবে না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। প্রার্থী ঘোষণা হওয়ার আগে তার নামে প্রার্থী হিসেবে দেওয়াল লেখার ঘটনায় বিতর্কেও জড়ান এই যুব নেতা। এদিন বিষ্ণুপুরের প্রার্থী হিসেবে আর্চিতা বিদের নাম ঘোষণা হওয়ার পর তিনি তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন। এখন দেখার শেষে বিজেপির প্রার্থী হিসেবে তিনিই অর্চিতা বিদের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নামেন কিনা? এই জল্পনাও চলছে মল্লভূম জুড়ে।
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story