নজরে ভোট

জেলার আদিবাসী ভোটারদের বুথমুখী করতে মাদল কাঁধে হাজির ভোটানন্দ বাবু।

জেলার আদিবাসী ভোটারদের বুথমুখী করতে মাদল কাঁধে হাজির ভোটানন্দ বাবু।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ভোট হল গণতন্ত্রের উৎসব। আর উৎসব মানেই আনন্দ। এই ভোট উৎসবের আনন্দের পসরা নিয়ে মাদল কাঁধে হাজির ভোটানন্দ বাবু। ইনি আসলে বাঁকুড়া জেলার বিধানসভা ভোটের ম্যাসকট। ইনি মাদলের তালে ভোটের বুথে টেনে আনবেন ভোটারদের।


বিশেষ করে জেলার জঙ্গলমহলের আদিবাসী ভোটারদের বুথমুখী করতেই এবার ম্যাসকট হিসেবে বেছে নেওয়া হয়েছে মাদল বাদনরত এই আদিবাসী যুবক ভোটানন্দ বাবুকে। আজ এই ম্যসকটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাঁকুড়ার জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক কে,রাধিকা আয়ার।

ম্যাসকটের পাশাপাশি এদিন ভোটের ক্যালেন্ডার ও থিম সংগের সিডিও প্রকাশ করা হয়। জেলাশাসক কে,রাধিকা আয়ার বলেন,গ্রামে,গ্রামে এখনও ঢাক বাজিয়ে ঢ্যাঁডরা পিটিয়ে প্রচারের রেওয়াজ এজেলাতেও প্রচলিত আছে। সেই ভাবনা থেকেই আদিবাসীদের প্রিয় মাদল কেই বেছে নেওয়া হয়েছে।


এই মাদলের তালেই ভোটানন্দ বাবু ভোটের প্রচার সারবেন। আর তাই এই ম্যাসকটের ট্যাগ লাইনে লেখা হয়েছে "ভোটের সাজে,মাদল বাজে"। তাই ভোটানন্দ বাবু ভোটারদের ভোটের দিন বুথমুখী করে তুলতে কার্যত এদিন থেকেই পাড়ায়,পাড়ায় বেরিয়ে পড়লেন ভোট উৎসবের বার্তা নিয়ে।

👁️ দেখুন 🎦 ভিডিও। 👇






Next Story