লাল মাটিতে গেরুয়া সুনামি! ব্রিগেড কে টেক্কা দিল বাঁকুড়া, মন ভরলো নমো'র।
BY Manasi Das21 March 2021 10:54 PM IST

X
Manasi Das23 March 2021 9:03 AM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লোকসভার ভীড়কেও ছাপিয়ে গেল মোদীর রবিবাসরীয় নির্বাচনী সভা। তিলাবেদিয়ার মাঠ কার্যত সমানে,সমানে টক্কর দিল কলকাতার ব্রিগেড গ্রাউন্ডের সাথে। এত মানুষের উপস্থিতি নমোর মন ভরিয়ে দিল। তিলাবেদিয়ার মাঠকে ব্রিগেডেের সাথে তুলনা করলেন নরেন্দ্র মোদীও।
বিজেপির জেলার কার্যকর্তাদের দাবী এদিনের সভা জেলায় সর্বকালীন রেকর্ড। মানুষের উপস্থিতি সাড়ে তিন লাখ ছাপিয়ে গেছে।রবিবার সকাল থেকেই কাতারে,কাতারে মানুষ আসা শুরু করেদেন তিলাবেদিয়ায়। বেলা যত বেড়েছে মানুষের ভীড় উপচে পড়েছে। নজর কাড়া ভীড় ছিল মহিলাদেরও।
মোদী যখন মঞ্চে ওঠেন তখন তিল ধরানোর জায়গা ছিল না। বিজেপির কর্মী সমর্থকরাও জোর গলায় বলতে থাকেন এবার হবে আসল পরিবর্তন। দিদির খেলা শেষ হয়ে গেছে। তাদের দাবী এবার বাংলায় হবে বিজেপির সরকার।
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story