নজরে ভোট

বিক্ষোভ কে আমল না দিয়ে সায়ন্তিকার সমর্থনে পাড়ায়,পাড়ায় কোমর বেঁধে নেমে পড়লেন তৃণমূল নেতা থেকে কর্মী - সমর্থকেরা।

বিক্ষোভ কে আমল না দিয়ে সায়ন্তিকার সমর্থনে পাড়ায়,পাড়ায় কোমর বেঁধে নেমে পড়লেন তৃণমূল নেতা থেকে কর্মী - সমর্থকেরা।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সায়ন্তিকাকে বাঁকুড়া বিধানসভার প্রার্থী ঘোষণার পরই শম্পা দরিপার অনুগামীরা বিক্ষোভে ফেটে পড়েছিলেন। তারা হুমকীও দিয়েছিলেন সায়ন্তিকাকে শহরে ঢুকতে বাধা দেওয়ার। কিন্তু এই বিক্ষোভ কে আমল না দিয়ে তৃণমূলের শহরের নেতা,নেত্রী থেকে কর্মী সমর্থকেরা একজোট হয়ে পাড়ায়,পাড়ায় নেমে পড়লেন সায়ন্তিকার সমর্থনে প্রচার অভিযানে।


ওয়ার্ডে,ওয়ার্ডে তৈরি হচ্ছেন সায়ন্তিকা কে বরন করার জন্য। অলোকা সেন মজুমদারের পাশাপাশি মহা প্রসাদ সেনগুপ্ত ও দিলীপ আগরওয়ালরা এক সাথে কোমর বেঁধে তৈরি হচ্ছেন সায়ন্তিকাকা জেতানোর জন্য। তাদের দাবী,বিক্ষিপ্ত ক্ষোভ,বিক্ষোভ কোন প্রভাব ফেলবে না।তৃণমূল দলের প্রকৃত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাই তার ঘোষণা করা প্রার্থীকে ভোটের লড়াইয়ে জেতাতে আমরা মুখিয়ে আছি।

সম্ভবত সোমবার শহরে এসে পৌঁছতে পারেন সায়ন্তিকা। তার আগে তাকে নিয়ে মহা মিছিলের জন্য তৈরী হচ্ছেন তৃণমূলের অফিসিয়াল গোষ্ঠী।


তাদের কাছে বড়ো চ্যালেঞ্জ বিক্ষুব্ধ তৃণমূলীদের পিছু হটাতে সায়ন্তিকার মহা মিছিলে বিশাল মানুষের জমায়েত। তার জন্যই পাড়ায়,পাড়ায় শুরু হয়ে গেছে প্রস্তুতি।

👁️ দেখুন 🎦 ভিডিও। 👇





Next Story