বাঁকুড়া কেন্দ্রে তারকা প্রার্থী সায়ন্তিকা ৪৫ ভোটে এগিয়ে।
BY Manasi Das2 May 2021 12:18 PM IST

X
Manasi Das2 May 2021 12:18 PM IST
BREAKING :বাঁকুড়ায় প্রথম রাউন্ডে ৪৫ ভোটে এগিয়ে সায়ন্তিকা। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা পেয়েছেন ৮,৭০৬ টি ভোট। আর বিজেপি প্রার্থী নিলাদ্রি শেখর দানা পেয়েছেন ৮,৬৬১ টি ভোট। সংযুক্ত মোর্চার প্রার্থী রাধারাণী বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১১৩৭ টি ভোট।
Next Story