নজরে ভোট

বাঁকুড়ায় প্রথম দফায় আজ চার বিধানসভায় ভোট, কোভিড বিধি মানা বাধ্যতামূলক কমিশনের।

বাঁকুড়ায় প্রথম দফায় আজ চার বিধানসভায় ভোট, কোভিড বিধি মানা বাধ্যতামূলক কমিশনের।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : প্রথম দফায় বাঁকুড়া জেলার চারটি বিধানসভায় আজ ভোট গ্রহণ। জঙ্গলমহলের রাইপুর ও রানীবাঁধ এই দুই আসনের পাশাপাশি বাঁকুড়া সদর মহকুমার ছাতনা ও শালতোড়া এই দুই কেন্দ্রে ভোট গ্রহণ।


রাইপুরে হেভী ওয়েট তৃণমূল প্রার্থী বাঁকুড়া জিলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্মূ, রানীবাঁধে তৃণমুলের বিদায়ী বিধায়ক জ্যোৎস্না মান্ডির পাশাপাশি শালতোড়ায় বিজেপি প্রার্থী একশ দিনের মজুর চন্দনা বাউরীরা প্রথম দফার ভোটে নজরকাড়া প্রার্থী। এই চার কেন্দ্রে মোট ২৬ জম প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে।চার কেন্দ্রে ১৩২৮ মোট বুথ রয়েছে। চার কেন্দ্রে মোট মোতায়েন করা হয়েছে ৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

পাশাপাশি থাকছে ৩২৪৪ জন রাজ্য পুলিশ। ভোটের দিন বহিরাগত ঠেকাতে থাকছে নাকা চেকিং এর ব্যবস্থা। ভোট গ্রহণে কোভিড সতর্কতা বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।


ভোটের দিন জেলার চার কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। কুইক রেসপন্স টিম,সেক্টর মোবাইল,সতর্ক থাকবে সব সময়।

👁️ দেখুন 🎦 ভিডিও। 👇





Next Story