Home > নজরে ভোট > ওন্দায় বিজেপির যুব মোর্চার ডাকে মোটর বাইক মিছিল করে পালিত হল "আর নয় অন্যায়" কর্মসুচী।
ওন্দায় বিজেপির যুব মোর্চার ডাকে মোটর বাইক মিছিল করে পালিত হল "আর নয় অন্যায়" কর্মসুচী।
BY Manasi Das6 Dec 2020 11:40 PM IST

X
Manasi Das6 Dec 2020 11:58 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : "আর নয়,অন্যায়"-এই স্লোগান কে সামনে রেখে রাজ্য থেকে তৃণমূলের অপশাসনের অবসানের লক্ষ্যে ওন্দা ব্লকের পাঁচটি অঞ্চল জুড়ে মোটর বাইক মিছিলের আয়োজন করে বিজেপি যুব মোর্চার সদস্যরা।
এদিন,রতনপুর বাজার থেকে এই বাইক মিছিলের সুচনা হয়। এরপর চুড়ামণিপুর,,কল্যাণী, পুনিশোল, প্রভৃতি অঞ্চল পরিক্রমা করে।
দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story