নজরে ভোট

সোনামুখীতে বিজেপির পোলিং এজেন্টদের বুথে ঢুকতে বাধা,মারধর,অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের।

সোনামুখীতে বিজেপির পোলিং এজেন্টদের বুথে ঢুকতে বাধা,মারধর,অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিজেপির পোলিং এজেন্টদের মারধর করে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই অভিযোগ তুলেছেন সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি। তার দাবী,সোনামুখী বিধানসভার ২৪২ নাম্বার ফকিরডাঙ্গা বুথে বিজেপির পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি এবং তৃণমূল তাদের ওপর হামলাও করে। তিনি বলেন তাদের পোলিং এজেন্টরা কেও বহিরাগত নয়। অথচ তৃণমূল তাদের বহিরাগত তকমা দিয়ে বুথ থেকে বেরকরে দিচ্ছে। আসলে তৃণমূলের প্রার্থী শ্যামল সাঁতরাই তো বহিরাগত।তিনি কোতুলপুর থেকে এসে সোনামুখীতে প্রার্থী হয়েছেন। আসলে তৃণমূলীরা ভোটের নিয়ম,সংবিধান না জেনেই উলটো,পালটা বকছেন।

👁️ দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story