Home > নজরে ভোট > লোকসভার মতোই বিধানসভায় ১২- ০ ব্যবধানে জিতবে বিজেপি,বাড়বে মার্জিনও, আগাম জানিয়ে দিলেন সাংসদ সুভাষ সরকার।
লোকসভার মতোই বিধানসভায় ১২- ০ ব্যবধানে জিতবে বিজেপি,বাড়বে মার্জিনও, আগাম জানিয়ে দিলেন সাংসদ সুভাষ সরকার।
BY Manasi Das2 April 2021 6:44 AM IST

X
Manasi Das2 April 2021 6:44 AM IST
লোকসভার মতোই বিধানসভায় ১২- ০ ব্যবধানে জিতবে বিজেপি,বাড়বে মার্জিনও,আগাম জানিয়ে দিলেন সাংসদ সুভাষ সরকার। পাশাপাশি, তৃণমূল প্রার্থী সায়ন্তিকার ভোট মেশিন বিভ্রাট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি দাবী করেন হার নিশ্চিত জেনেই এসব অজুহাত খাড়া করতে চাইছেন এই তারকা প্রার্থী।
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story