Home > নজরে ভোট > খেলা হবের নামে হাতা,খুন্তি নিয়ে বাংলায় সন্ত্রাসের বাতাবরন তৈরির চেষ্টা হচ্ছে, পাত্রসায়রে মমতাকে তোপ বিমানের।
খেলা হবের নামে হাতা,খুন্তি নিয়ে বাংলায় সন্ত্রাসের বাতাবরন তৈরির চেষ্টা হচ্ছে, পাত্রসায়রে মমতাকে তোপ বিমানের।
BY Manasi Das24 March 2021 8:29 AM IST

X
Manasi Das24 March 2021 8:29 AM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গত বিধানসভায় সোনামুখী ছিল বামেদের দখলে। সিপিএম এবার এই আসন ধরে রাখতে মরিয়া। এই আসনের সংযুক্ত মোর্চার প্রার্থী অজিত রায়ের সমর্থনে আজ পাত্রসায়রে মিছিল ও সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন এখানকার হলুদবনি মোড় থেকে পাত্রসায়র বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলে অংশ নেন বিমান বাবু।এর পর সভায় বক্তব্য রাখতে গিয়ে " খেলা হবে" - স্লোগান নিয়ে দিদি ও মোদীকে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি খেলা হবের নামে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় মা,বোনেদের হাতা,খুন্তি নিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরিতে ইন্ধন যোগাচ্ছেন বলেও অভিযোগ তোলেন এই বর্ষীয়ান বাম নেতা।
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story