নজরে ভোট

এবার বাঁকুড়ায় শম্পা দরিপাকে কেন প্রার্থী করা হয়নি তার কারণ নিজে মুখেই জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার বাঁকুড়ায় শম্পা দরিপাকে কেন প্রার্থী করা হয়নি তার কারণ  নিজে মুখেই জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
X

বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : বাঁকুড়া বিধানসভার ট্রাডিশন নখ দর্পণে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের সেই ট্রাডিশনকেই মাপকাঠি করলেন তিনি। ফলে এবার শম্পার বদলে প্রার্থী করলেন সায়ন্তিকাকে। আর এই ট্রাডিশনের মাপকাঠি কি সেটা জানার ইচ্ছে তো সবারই।


আসুন সেটাই শুনে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই।শম্পার বদলে সায়ন্তিকার প্রার্থী হওয়ার কারণ তো জানলেন। এবার জানতে ইচ্ছে করছ তাহলে শম্পা দেবীর রাজনৈতিক ভবিষ্যত কি হবে? তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে শম্পা,কে অন্য কাজে লাগাবে দল।

ভোটে তৃণমূল সরকার গড়লে ভালো কোন সরকারি স্তরে পদ পেতে পারেন শম্পা। পাশাপাশি রাজ্যের মহিলা তৃণমূলেরও বড়ো দায়িত্ব দেওয়া হতে পারে তাকে এমনটাই দলীয় সুত্রে খবর। প্রার্থী না পাওয়ার পর শম্পা দেবীর অভিমান আগেই ভেঙ্গেছে।


আজ তামলিবাঁধ মাঠে দিদির সভা মঞ্চে দাপিয়ে বেড়ালেন তিনি। আর দিদিও শম্পা আর সায়ন্তিকা জুটিকে মিলিয়ে দিয়ে ভোটে বাঁকুড়ায় ঘাস ফুল ফোটানোর বার্তা দিলেন এদিন। এখন দেখার এই জুটি বাঁকুড়া আসনটি দিদিকে উপহার দিতে পারেন কিনা?

👁️ দেখুন 🎦 ভিডিও। 👇






Next Story