Home > নজরে ভোট > প্রথম দফার মনোনয়ন জমার প্রথম দিনে জেলার চার বিধানসভায় জমা পড়ল না একটাও মনোনয়ন পত্র।
প্রথম দফার মনোনয়ন জমার প্রথম দিনে জেলার চার বিধানসভায় জমা পড়ল না একটাও মনোনয়ন পত্র।
BY Manasi Das3 March 2021 12:05 AM IST

X
Manasi Das3 March 2021 12:06 AM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিধানসভা ভোটের প্রথম দফায় আগামী ২৭ শে মার্চ জেলার রানীবাঁধ,রাইপুর,ছাতনা ও শালতোড়া এই চার কেন্দ্রে ভোট গ্রহন হবে। আজ এই চার কেন্দ্রে মনোনয়ন পত্র দাখিল কাগজ কলমে শুরু হলেও এদিন জেলার এই চার কেন্দ্রের কোনটিতেই মনোনয়ন দাখিল হয়নি বলে জেলা নির্বাচন দপ্তর সুত্রে জানানো হয়েছে। এদিকে, মনোনয়ন কে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রগুলিতে। সাধারণের প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে।
দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story