রবিবারের মহা প্রচারে ইন্দাসে মহাগুরু মিঠুনের রোড শো,উপচে পড়ল মানুষের ভীড়।
BY Manasi Das28 March 2021 4:58 PM IST

X
Manasi Das28 March 2021 5:52 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :( সৈয়দ মফিজুল হোদা,ইন্দাস): রবিবার মহগুরু মিঠুন চক্রবর্তীর রোড শো ভোটের প্রচারে মহা ঝড় তুলল। প্রচারের শেষ রবিবার বিজেপি প্রার্থী নির্মল ধারার এই মহা প্রচারে মানুষের ঢল নামে। দোল আর প্রচন্ড গরমকে উপেক্ষা করেও প্রচুর মানুষ কয়েক ঘন্টা,আগে থেকেই রাস্তার দুপাশে ভীড় জমান।
অনেকেই বাড়ীর ছাদে দাঁড়িয়ে থাকেন। এদিন মহাগুরুর চপার ইন্দাস হাইস্কুল মাঠে নামা মাত্র মহাগুরুর সাথে হাত মেলাতে হুড়োহুড়ি পড়ে যায়। মানুষের ভীড় ঠেলে মিঠুনকে তোলা হয় সুসজ্জিত হুড খোলা,গাড়ীতে। সেই গাড়ীতে চড়েই ইন্দাস বাজার পর্যন্ত চলে মহাগুরুর রোড শো। ভক্তরা রাস্তা থেজেই মিঠুনকে মালা,ফুল ছুঁড়তে থাকেন। কয়েকজনের সাথে হাতও মেলান মহাগুরু।
হেলিপ্যাডেও ভীড় ছিল উপচে পড়া। সবে মিলেএই রবিবার মিঠুনময় হয়ে যায় পুরো ইন্দাস।
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story