সমস্যা জানাতে দিদির হাতে চিঠি দেওয়ার কাতর আর্জি,শেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে গোছা,গোছা চিঠি সংগ্রহ হেলিপ্যাডে।
নিজেদের লেখা চিঠির মাধ্যমে দিদির হাতে সরাসরি তুলে দেবেন। এই আশায় দূর, দুরান্ত থেকে এসে ভীড় জমিয়েছিলেন তারা। এদের মধ্যে রাজ্যে ফেরা পরিয়ায়ী শ্রমিক যেমন আছেন,তেমনি বেকার যুবক চাকরী প্রার্থীও রয়েছেন, ছিলেন অনেক মহিলারাও। তারাই খাতড়ায় হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী নামার সাথে,সাথে তার হাতে চিঠি তুলে দেওয়ার আর্জি জানাতে থাকেন দিদিকে। আর সেই কথা কানে পোঁছতেই দিদি সাথে সাথে এই চিঠি সংগ্রহ করার নির্দেশ দেন আধিকারিকদের। চিঠি সংগ্রহ শুরু করা মাত্র গোছা,গোছা চিঠিতে ভরে যায়।

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : নিজেদের হাতে লেখা চিঠিতে সমস্যার কথা লিখে তা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য ভীড় জমিয়েছিলেন জঙ্গলমহলের জনতারা। মনে সংশয় ছিল তারা সেই সুযোগ পাবেন কিনা? তবে কপাল ঠুকেই বেরিয়ে পড়ে ছিলেন সকলে। তবে তাদের সিংহবাগকেই নিরাশ হতে হয়নি।
হ্যাঁ, শেষে খুশী হয়েই বাড়ী ফিরলেন তারা। নিজেদের অভাব, অভিযোগ, সমস্যার কথা নিজেদের লেখা চিঠির মাধ্যমে দিদির হাতে সরাসরি তুলে দেবেন। এই আশায় দূর, দুরান্ত থেকে এসে ভীড় জমিয়েছিলেন তারা।
এদের মধ্যে রাজ্যে ফেরা পরিয়ায়ী শ্রমিক যেমন আছেন,তেমনি বেকার যুবক চাকরী প্রার্থীও রয়েছেন, ছিলেন অনেক মহিলারাও। তারাই খাতড়ায় হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী নামার সাথে,সাথে তার হাতে চিঠি তুলে দেওয়ার আর্জি জানাতে থাকেন দিদিকে।
আর সেই কথা কানে পোঁছতেই দিদি সাথে সাথে এই চিঠি সংগ্রহ করার নির্দেশ দেন আধিকারিকদের। চিঠি সংগ্রহ শুরু করা মাত্র গোছা,গোছা চিঠিতে ভরে যায়। আসলে জঙ্গল মহলের এই মানুষজনের বিশ্বাস, দিদির হাতে চিঠি পোঁছে দিতে পারলেই সমাধান হবে সমস্যার। তাই রানীবাঁধের বেঠুয়ালা থেকে, সারেঙ্গার বেজডাঙ্গা এমন দূর,দুরান্তের গ্রাম থেকেও চিঠি নিয়ে হাজির হয়ে ছিলেন অনেকেই।
যারা কাছাকাছি পৌঁছতে পেরে ছিলেন তারা তাদের চিঠি তুলে দিতে পারলেও দূরে দাঁড়িয়ে থাকাদের অবশ্য চিঠি দেওয়ার সুযোগ মেলেনি। তবে,তারা হাল ছাড়ার পাত্র নন। আবার, কাল সিধু -কানু স্টেডিয়ামে আর এক প্রস্ত চেষ্টা করবেন তাদের চিঠি দিদির হাতে তুলে দিতে।
এনারা স্থানীয় জন প্রতিনিধি, প্রশাসনিক কর্তাদের কাছে গিয়ে সুরাহা পাননি। তাই তারা দিদিকে কাছে পেয়ে তাদের সমস্যা সরাসরি দিদিকে জানিয়ে সমাধান চাইছেন।সেই আশাতেই তাদের এই প্রয়াস। পাশাপাশি, ভরসা দিদির ওপর। কল্পতরু হয়ে যদি তিনি মিটিয়ে দেন তাদের এই অভাব,অভিযোগ, কিংবা সমস্যা। সেই আশা নিয়েই এখন বুক বাঁধা শুরু জঙ্গলমহলের এই প্রান্তিক মানুষজনের।
দেখুন 🎦 ভিডিও। 👇
বাঁকুড়া জেলা ভাগের প্রতিবাদে সংহতি মিছিল শহরে,উঠল জেলা ভাগের সিদ্ধান্ত...
7 Aug 2022 6:22 PM GMTট্রেন ধরতে গিয়ে লাইনে কাটা পড়ে মৃত্যুর হাত থেকে কিভাবে বাঁচলেন মা ও...
7 Aug 2022 4:57 PM GMTছেলের ফাঁসি চাইছেন বাবা!আক্ষেপ কেন এমন ছেলে জন্ম দিয়েছেন তিনি।
31 July 2022 6:53 PM GMTসিসিটিভির ফুটেজ বন্দী লাল গাড়িই ধরিয়ে দিল শহরের স্বর্ণ ব্যবসায়ী...
30 July 2022 1:20 AM GMTকাঞ্চনপুরের বেকার যুবকদের আইকন সৈনিক শান্তিময় হ্যানি ট্র্যাপে পড়ে...
29 July 2022 9:03 AM GMT
বাঁকুড়া জেলা ভাগের প্রতিবাদে সংহতি মিছিল শহরে,উঠল জেলা ভাগের সিদ্ধান্ত...
7 Aug 2022 6:22 PM GMTছেলের ফাঁসি চাইছেন বাবা!আক্ষেপ কেন এমন ছেলে জন্ম দিয়েছেন তিনি।
31 July 2022 6:53 PM GMT২০১৭ পর সব শিক্ষকের চাকরি টাকার বিনিময়ে হয়েছিল পার্থ'র গ্রেপ্তারিই তার...
24 July 2022 4:40 PM GMTপুর সভার নির্দেশ স্বত্বেও টোকেন ছাড়া কোভিডের বুস্টার ডোজ,ক্ষোভ প্রকাশ...
16 July 2022 6:50 PM GMTএইমসে চাকরি,বিধায়ক কন্যাকে আড়াই ঘন্টার ম্যারাথন জেরা,চাকরি কার...
15 July 2022 6:58 PM GMT