Home > নজরে ভোট > জেলা জুড়ে পুড়ছে শুভেন্দু অধিকারীর ছবি, পোস্টার, কাট আউট আর কুশ পুতুল! দেখুন ভিডিও প্রতিবেদন।
জেলা জুড়ে পুড়ছে শুভেন্দু অধিকারীর ছবি, পোস্টার, কাট আউট আর কুশ পুতুল! দেখুন ভিডিও প্রতিবেদন।
BY Admin20 Dec 2020 7:10 PM GMT

X
Admin20 Dec 2020 7:10 PM GMT
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মেদিনীপুরের কলেজ গ্রাউন্ডের অমিত শাহের মেগা যোগদান সভার আঁচ জেলার রাজনীতিতেও প্রভাব ফেলল। শুভেন্দু অধিকারীর বিজেপি যোগদানের প্রতিবাদে জেলাজুড়ে শুভেন্দু অধিকারীর পোস্টার,কুশপুতুল দহনের হিড়িক পড়ে গেছে ব্লকে,ব্লকে।
গতরারেই জেলার ওন্দা,ইন্দপুর সহ কয়েকজায়গায় এই শুভেন্দু দহনের কর্মসুচী শুরু হয়েছিল। রবিবার সন্ধ্যে থেকে জেলার বিভিন্ন ব্লকে এই শুভেন্দু দহন কর্মসুচীতে সামিল হলেন তৃণমূল কর্মী সমর্থকরা। জেলার বড়জোড়া,সোনামুখী, ইন্দাস সহ বিভিন্ন এলাকায় এই কর্মসুচী পালনের হিড়িক পড়ে গেছে। কোথাও পুড়ছে শুভেন্দু অধিকারী পোস্টার,ছবি তো কোথাও শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ চলছে জোর কদমে। আসুন দেখানিন জেলার নানা প্রান্তের এই দহন কর্মসূচির ছবি।
🎦
Next Story