Home > নজরে ভোট > বড়জোড়া বিধানসভার ভট্টপাড়া প্রাথমিকে ২০৫ নাম্বার বুথে ভোটারদের লাঠিপেটা করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
বড়জোড়া বিধানসভার ভট্টপাড়া প্রাথমিকে ২০৫ নাম্বার বুথে ভোটারদের লাঠিপেটা করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
BY Manasi Das1 April 2021 9:02 PM IST

X
Manasi Das1 April 2021 9:02 PM IST
বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের লাঠিপেটা করার অভিযোগ উঠল বড়জোড়া বিধানসভা কেন্দ্রের ২০৫ বুথে। এখানকার ভট্টপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ থমকে থাকে ভোট গ্রহণ। জানাগেছে,এক ভোটারের ভোট দেওয়াকে কেন্দ্র করে গোল্মালের সুত্রপাত।এই নিয়ে তৃণমূল ও বিজেপির দুই শিবির বচসায় জড়িয়ে পড়ে।এবং উত্তপ্ত হয়ে বুথ চত্বর। পরিস্থিতি সামাল দিয়ে সক্রিয় হয়ে ওঠে বাহিনী। অভিযোগ ভোটারদেরও ব্যাপক লাঠিপেটা করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এমনকি ভেঙে ফেলা হয় মোবাইল ফোনও।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নির্বাচন দপ্তরের আধিকারিকরা। এসে পৌঁছায় কুইক রেশপন্স টিম।।কিছুক্ষণ স্থানীয় মানুষও বিক্ষোভ দেখান। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের শুরু হয় ভোটদান।
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story