বিধানসভায় শালতোড়ায় তৃণমূল কে চ্যালেঞ্জ দিতে তিন বারের বাম বিধায়ক কে প্রার্থী করার পথে হাঁটছে বিজেপি!
এবার তিন বারের বাম বিধায়ক যোগ দিলেন বিজেপিতে। অধুনালুপ্ত গঙ্গাজলঘাটি বিধানসভার তিন,তিন বারের জয়ী সিপিএম বিধায়ক অঙ্গদ বাউরী আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন। সূত্রের খবর, আসন্ন বিধানসভা ভোটে শালতোড়া কেন্দ্রে অঙ্গদ বাবুকে প্রার্থী করে তৃণমূল কে চ্যালেঞ্জ দেওয়ার পথে হাঁটছে জেলা বিজেপির থিঙ্ক ট্যাংক!

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :বিধানসভা ভোটের আগে এবার বিরোধী শিবির ভাঙিয়ে নিজেদের শক্তি বাড়ানোর কৌশল নিল জেলা বিজেপি। এমন কি হেভী ওয়েট বিরোধী নেতাদের নিজে দের দলে ভিড়িয়ে তাদের আসন্ন বিধানসভা ভোটে প্রার্থী হিসেবে খাড়া করার পরিকল্পনাও সেরে ফেলেছে দল। সেইমতো এবার বিজেপিতে ভিড়লেন তিন,তিন বারের সিপিএমের বিধায়ক অঙ্গদ বাউরী। যদিও তিনি প্রাক্তন বিধায়ক। রাজ্যের বাম জামানায় অধুনালুপ্ত গঙ্গাজলঘাটি বিধানসভায় সিপিএমের প্রতীকে তিন বার বিধায়ক নির্বাচিত হন। অঙ্গদ বাউড়ি বাঁকুড়ার গঙ্গাজলঘাটির বিধানসভায় ১৯৯১ সালে জাতীয় কংগ্রেসের গুইরাম মাঝিকে এবং ১৯৯৬ সালে জাতীয় কংগ্রেসের ফটিকচন্দ্র মণ্ডলকে পরাজিত করেছিলেন।এবং ২০০৬ সালে তিনি তৃণমূলের স্বপন বাউরীকে পরাজিত করেন। স্বপন বাবু বর্তমানে শালতোড়ার তৃণমূলের বিধায়ক। গঙ্গাজলঘাটি বিধানসভা অবলুপ্ত হওয়ার পর শালতোড়া নুতন বিধানসভা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। এই কেন্দ্রেই তৃণমূল কে চ্যালেঞ্জ দিতে প্রক্তন বাম বিধায়ককে প্রার্থী করে আসন্ন বিধানসভায় বাজী জিততে চাইছে বিজেপি। এই কেন্দ্রে বাউরী ভোট ব্যাঙ্ক নিজেদের অনুকূলে আনতেই বিজেপি বাউরী প্রার্থী খাড়া করাকে প্রাধান্য দিতে চাইছে। তাই অঙ্গদ বাউরীকে দলে যোগদান করানো হল বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল। রবিবার, মাচানতলায় আকাশ মুক্ত মঞ্চে জেলা বিজেপির কেন্দ্রীয় কৃষি বিলের সমর্থন সভায় অঙ্গদ বাউরী আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ সুভাষ সরকার।
যদিও অঙ্গদ বাউরীর বিজেপিতে যোগদান কে গুরুত্ব দিতে চাইছেনা বাম ও তৃণমূল এই দুই শিবিরই। কারণ দীর্ঘ দিন মুলস্রোতের রাজনীতি থেকে বিচ্ছিন্ন আছেন অঙ্গদ বাবু। এমনকি সিপিএমের দলীয় সদস্য পদও রিনিউ করেন নি তিনি। তৃণমূলও অঙ্গদ বাবুকে নিয়ে চিন্তিত নন। তারাও মনে করছেন অঙ্গদ বাবুকে বিজেপি প্রার্থী পদ দিলে তৃণমূল আরো বেশী মার্জিনে শালতোড়ায় জিতবে।
এখন দেখার শেষ পর্যন্ত যদি শালতোড়া বিধানসভা কেন্দ্রে অঙ্গদ বাবুকেই প্রার্থী করে বিজেপি? সেক্ষেত্রে বিজেপি বাজী জিততে পারে কিনা? তবে, তা জানতে ২১ এর বিধানসভা ভোটের ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
দেখুন 🎦 ভিডিও। 👇
এবার বাংলা কে ভেঙ্গে নতুন জঙ্গলমহল রাজ্য গড়ার দাবী তুলে বিতর্কে জড়ালেন ...
23 May 2022 1:53 PM GMTগরমের দাপটে রক্তের টান ব্লাড ব্যাঙ্ক গুলিতে,বাঁকুড়া জেলা জুড়ে রক্ত...
22 May 2022 5:53 PM GMTওন্দায় চাকরির নামে মোটা টাকা প্রতারণা,অভিযুক্ত তৃণমূল নেতা, প্রতিবাদ...
22 May 2022 3:44 PM GMT১ জুন বাঁকুড়ার সতীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মী সভা,প্রতি বুথ...
22 May 2022 11:24 AM GMTমুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে নিরাপত্তা খতিয়ে দেখতে জঙ্গলমহলে থানা...
21 May 2022 7:38 PM GMT
এবার বাংলা কে ভেঙ্গে নতুন জঙ্গলমহল রাজ্য গড়ার দাবী তুলে বিতর্কে জড়ালেন ...
23 May 2022 1:53 PM GMT১ জুন বাঁকুড়ার সতীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মী সভা,প্রতি বুথ...
22 May 2022 11:24 AM GMTমুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে নিরাপত্তা খতিয়ে দেখতে জঙ্গলমহলে থানা...
21 May 2022 7:38 PM GMTবারিকুল মাও পোস্টার কান্ডে অভিযুক্ত উত্তর ২৪ পরগানার ঘোলা থেকে ধৃত...
10 May 2022 6:58 PM GMTএবার সিমলাপালের ভালাইডিহা রাজ বাড়ীর দেওয়ালে পড়ল মাও পোস্টার,ফলে...
29 April 2022 6:55 PM GMT