ইন্দাসে ভোট প্রচারে তৃণমূলের সম্প্রীতির দোল
BY Manasi Das29 March 2021 12:25 PM IST

X
Manasi Das29 March 2021 12:25 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :(সৈয়দ মফিজুল হোদা,ইন্দাস): ভোটের প্রচারে ইন্দাসে সম্প্রীতির হোলি উৎযাপন করল তৃণমূল কংগ্রেস। ইন্দাসের তৃণমূল প্রার্থী প্রয়াত বিধায়ক গুরুপদ মেটের স্ত্রী রুনু মেটের সমর্থনে এই সম্প্রীতির হোলির আয়োজন করে স্থানীয় তৃণমূল কংগ্রেস। হিন্দু - মুসলিম দুই সম্প্রদায়ের মানুষজন রঙের মিশেলে মিলেমিশে এক। এবং তাদের এই মিলন সম্প্রীতির বার্তা দিল ইন্দাস জুড়ে। তৃণমূল ব্লক সভাপতি শেখ হামিদও এদিন দোল খেলায় অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি দাবী করেন,এই আসনে এবারো বিজয়ী হবে তৃণমূল কংগ্রেস। যার আগাম আভাস মিলল এই সম্প্রীতির দোলে মানুষের অংশগ্রহণ।
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story