Home > নজরে ভোট > মোদী সরকারের জামানায় পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চড়েই রবিবাসরীয় ভোট প্রচার অর্চিতার।
মোদী সরকারের জামানায় পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চড়েই রবিবাসরীয় ভোট প্রচার অর্চিতার।
BY Manasi Das14 March 2021 11:44 PM IST

X
Manasi Das14 March 2021 11:57 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দেশ জুড়ে লাগাম ছাড়া পেট্রোলের দাম! অগ্যতা সাইকেল,টোটো আর পায়ে হেঁটেই ভোট প্রচারে জোর দিয়েছেন দিদির দলের প্রার্থীরা। আজ রবিবাসরীয় ভোটের প্রচার তাই সাইকেলে চড়েই সেরে ফেললেন বিষ্ণুপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অর্চিতা বিদ। এদিন রাধানগরের জয়কৃষ্ণপুর এলাকায় সাইকেলে চড়ে ভোট প্রচারের পাশাপাশি পথের ধারে সবজি বিক্রেতার কাছ থেকে সবজিও কেনেন।
একদিকে ভোটের জন সংযোগ আন্য দিকে সবজি বাজার এ যেন এক ঢিলে দুই পাখী। আর সাইকেলকেই সওয়ারী হিসেবে বেছে নেওয়ার প্রসঙ্গ তুলতেই অর্চিতার সাফ জবাব, মোদীজীর সরকার যে হারে পেট্রোলের দাম বাড়িয়েছে তাতে করে টোটো আর সাইকেল ছাড়া গতি নেই।
ফলে রবিবারের প্রচারে তার বাহন এই দুচাকার লের্ডি বার্ড কে সাথী করে ভোটের প্রচারে চষে
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story