নজরে ভোট

বেহাল রাস্তার হাল ফেরানোর দাবীতে ছাতনায় ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের।

বেহাল রাস্তার হাল ফেরানোর দাবীতে ছাতনায় ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : প্রায় তিন দশকেও গ্রামের বেহাল রাস্তার হাল ফিরল না! পঞ্চায়েত,লোকসভা ভোটের পর এবার দোর গোড়ায় বিধানসভা নির্বাচন। তার আগে দুয়ারে সরকার, পাড়ায় সমাধানের মতো প্রকল্প নেওয়া হলেও জেলার ছাতনা বিধানসভার কেন্দুয়া গ্রাম থেকে কালঝরিয়া যাবার গ্রামীন রাস্তার আর মেরামতি হয়নি। ফলে চরম সমস্যায় পড়েছেন কেন্দুয়া গ্রামের বাসিন্দারা। তাই রাস্তার দাবীতে তারা শেষে ভোট বয়কটের ডাক দিয়েছেন। গ্রামে ভোট বয়কটের দেওয়াল লিখনে ভরিয়ে দেওতা হয়েছে। পাশাপাশি আজ গ্রামের বাসিন্দারা জোট বেঁধে ভোট বয়কটের সমর্থনে জমায়েতও করেন। তারা সাফ জানিয়ে দিয়েছেন গ্রামের রাস্তার হাল না ফিরলে তারা,ভোট বয়কটে অনড় থাকবেন।

এই গ্রামে প্রায় ১২০০ ভোটার রয়েছেন। তারা গ্রামের রাস্তা মেরামতির দাবীতে ভোট বয়কটের ডাক দিয়েছেন। এই অবস্থায় প্রশাসন তাদের দাবী মেটানোর আশ্বাস দিয়ে তাদের ভোটের বুথমুখী করার পথে হাঁটেন কিনা সেটাই এখন দেখার।

👁️ দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story