ভবানীপুরের জোড়া খুন থেকে প্রসঙ্গ দিলীপ ঘোষ,বাঁকুড়ায় অকপটে লকেট চট্টোপাধ্যায়।
BY Manasi Das7 Jun 2022 10:47 PM IST

X
Manasi Das7 Jun 2022 10:50 PM IST
বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : নরেন্দ্র মোদী সরকারের ৮ বছরের দেশ সেবা,সুশাসন ও গরীব কল্যাণ্যের সাফল্য তুলে ধরতে ঠিক পঞ্চায়েত ভোটের আগে দলের কর্মী,সমর্থকদের মনোবল চাঙ্গা করতে এখন টানা জেলা সফর কর্মসুচী চালিয়ে যাচ্ছেন বিজেপির রাজ্য সম্পাদিকা তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়।সোমবার আসানসোলের পর মঙ্গলবার জেলার বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই সাংগঠনিক জেলায় তিনি এই কর্মসুচীতে যোগ দেন।এদিন সকালে বাঁকুড়া শহরের রামপুরে একটি বেসরকারি লজে এই কর্মসুচীতে।যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের অকপটে উত্তর দেন এই বিজেপি তারকা নেত্রী।
বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠকে ভবানীপুরের গুজরাটি দম্পতি খুনের ঘটনা থেকে প্রসঙ্গ দিলীপ ঘোষ সব ক্ষেত্রেই খোলামনে নিজের অবস্থান ব্যক্ত করেন।
👁️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story