নজরে ভোট

কোভিড বিধি মেনে বাঁকুড়ার তিন পুরসভায় চলছে ভোট গননা।

কোভিড বিধি মেনে বাঁকুড়ার তিন পুরসভায় চলছে ভোট গননা।
X

বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : কোভিড সতর্কতা বিধি মেনে জেলার বাঁকুড়া,বিষ্ণুপুর ও সোনামুখী এই তিন পুরসভার ভোট গননা চলছে। বাঁকুড়ার খ্রিস্টান কলেজে এই পুরসভার ২৪ টি ওয়ার্ডের ভোট গননা চলছে। এই পুরসভার ৯১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এদিন। বাঁকুড়া পুরসভায় মোট মোট ২০ টি টেবিলে চলছে ভোট গননা। অন্যদিকে বিষ্ণুপুর পুরসভার মোট ৮২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ।এখানকার কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে ভোট গননা চলছে। মোট ১৪ টি টেবিলে বিষ্ণুপুরের ১৯ টি ওয়ার্ডের ভোট গননা চলছে।পাশাপাশি, সোনামুখী পুরসভার ১৫ টি ওয়ার্ডের ভোট গননা চলছে এখানকার সাংস্কৃতি ভবনে।সোনামুখীতে মোট ৮টি টেবিল গননা সম্পন্ন হবে।

গননা কেন্দ্রে গুলি ঘিরে রয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। জেলার তিন গননা কেন্দ্রে মোতায়েন রয়েছেন প্রায় ৬০০ পুলিশ কর্মী।১০৮ জন এএসআই,১৭ জন ইন্সপেক্টর , ৫ জন মহিলা ইন্সপেক্টর।ও এ এসআই।এবং এই তিন গননা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা তদারকির জন্য মোতায়েন করা হয়েছ্র ৫ জন ডিএসপি র‍্যাঙ্কের অফিসার। জেলার তিন পুরসভার চুড়ান্ত গননার ফল দুপুরের মধ্যেই প্রকাশ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ফলে জেলার তিন পুরসভা কোন দলের দখলে যায় তা দুপুরেই স্পষ্ট হয়ে যাবে।

👁️দেখুন 🎦ভিডিও। 👇


Next Story