রাত পোহালেই পুর ভোট। বাঁকুড়া শহর জুড়ে পুলিশের রুটমার্চ।
BY Manasi Das26 Feb 2022 9:18 PM IST

X
Manasi Das26 Feb 2022 9:19 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাত পোহালেই পুরভোট। ভোটের আগে বাঁকুড়া পুর শহরের পাড়ায়,পাড়ায় চলল পুলিশের রুটমার্চ। মুলত ওয়ার্ডে,ওয়ার্ডে ভোটের দিন শান্তি,শৃঙ্খলা বজায় রাখতেই পুলিশের এই কর্মসুচী।শনিবার সন্ধ্যায় শহরের কেঠারডাঙ্গা, ঈদগামহল্লা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার বিবেক বার্মার নেতৃত্বে এই রুটমার্চ চলে। এছাড়াও এই রুটমার্চে অংশ নেন ডিএসপি (ডি এণ্ড টি) সুপ্রকাশ দাস, আইসি দেবাশীষ পান্ডা। পুলিশ আধিকারিকরা টহলদারির পাশাপাশি,সাধারণ মানুষের সাথে কথাও বলেন। এবং নির্ভয়ে ভোট দেওয়ার জন্য সাহসও জোগান। ডিএসপি (ডিএন্ডটি) সুপ্রকাশ দাস বলেন, ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতেই পুলিশ এই কর্মসুচী নিয়েছে।
ভোটের আগে শহর জুড়ে পুলিশের এই রুটমার্চ আম জনতার নজরও কাড়ে।
👁️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story