Home > নজরে ভোট > ভারতের স্বাধীনতা আন্দোলনে বিজেপির কোন আবদান নেই,এরা ছিল ব্রিটিশের দালাল,বাঁকুড়ায় ভোট প্রচারে এসে তোপ সিদ্দিকুল্লার।
ভারতের স্বাধীনতা আন্দোলনে বিজেপির কোন আবদান নেই,এরা ছিল ব্রিটিশের দালাল,বাঁকুড়ায় ভোট প্রচারে এসে তোপ সিদ্দিকুল্লার।
BY Manasi Das25 Feb 2022 4:40 PM IST

X
Manasi Das25 Feb 2022 4:40 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ায় পুর ভোটের প্রচারে এসে মঞ্চ থেকে বিজেপিকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি শহরের মাচানতলার বঙ্গ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার রাতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখার সময় বিজেপিকে একহাত নেন। তিনি বলেন,বিজেপি ভারত মাতা কি জয় স্লোগান দিচ্ছে আবার তারাই ভারত মাতাকে বিক্রি করে দিচ্ছে। বিজেপি একটি প্রতারক দল। ভারতের স্বাধীনতা আন্দোলনে এদের কোন অবদান নেই। বিজেপিকে ব্রিটিশের দালাল বলেও কটাক্ষ করেন সিদ্দিকুল্লা চৌধুরী।
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story